১১ লক্ষ টাকা পণের বদলে ১১ টাকা আর একটা নারকেল নিয়ে বিয়ে সারলেন BSF জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানে এক বিএসএফ (BSF) জওয়ান বিয়েতে ১১ লক্ষ টাকার পণ অস্বীকার করে দেন। জয়পুরে বিএসএফ এর এক কনস্টেবল পণ নেবেনা বলে জানিয়ে দেন। উনি ১১ লক্ষ টাকার পণের বদলে ১১ টাকা আর একটি নারিকেল নেন।

এই খবর সামনে আসার পর, দেশ জুড়ে ওই বিএসএফ এর কনস্টেবলের প্রশংসা হচ্ছে। জয়পুরের আম্বা বাড়ি এলাকায় বিএসএফ জওয়ান জিতেন্দ্র সিং এর বিয়ের সময় মেয়ের বাবা নগদ ১১ লক্ষ টাকা জিতেন্দ্র সিংকে দিতে যান, কিন্তু বিএসএফ জওয়ান তৎক্ষণাৎ সেই পণের টাকা নেবেন না বলে জানিয়ে দেন। বরের অস্বীকার করার পর কনে পক্ষ ভয় পেয়ে যায়। তাঁরা ভাবে যে, বর তাঁদের মেয়েকে বিয়ে করবে না।

bsf

যখন বর পণ না নেওয়ার কথা বলেন, তখন সবার চোখে জল চলে আসে। মেয়ের বাবা গোবিন্দ সিং শেখাওয়াত বলেন, আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম, আমি ভেবেছিলাম বর অথবা বর পক্ষ আমাদের কোন একতা ব্যাপারে ক্ষুব্ধ। আমি এটাও ভেবেছিলাম যে, বর আরও বেশি টাকার দাবি করছে।

কিন্তু পরে আমার ভুল ভাঙে। আমি বুঝতে পারি যে, বর আর তাঁর পরিবারের সবাই পণ প্রথার বিরুদ্ধে। আরেকদিকে বর জিতেন্দ্র সিং জানান, আমি যেদিন শুনেছিলাম মেয়ে এলএলবি আর এলএলএম করেছে এবং সাথে পিএইচডি ও করেছে, তখনই আমি স্থির করে নিয়েছিলাম যে, এই মেয়ে আমার পরিবারের যোগ্য। আমি তখনই পণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর