কোমর অবধি জল ঠেলে ঠেলে দুই কাঁধে দুই বাচ্চাকে নিয়ে তাদের জীবন বাঁচালেন গুজরাটের পুলিশ

গুজরাটে বন্যার প্রকোপ জারি, গোটা রাজ্য জুড়ে হাহাকার। প্রচণ্ড বৃষ্টিতে গুজরাটে এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। জলের স্তর বেড়ে যাওয়ায় রাস্তা পর্যন্ত ডুবে গেছে। বন্যায় প্রভাবিত মানুষদের সেনা, এনডিআরএফ (NDRF) আর পুলিশ কর্মীরা সুরক্ষিত যায়গায় নিয়ে যাচ্ছে। বন্যায় প্রভাবিত মানুষদের রেসকিউ অভিযান চালিয়ে সুরক্ষিত করা হচ্ছে।

IMG 20190811 160057

গুজরাটের এক পুলিশ কর্মীর এই বাঁচাও অভিযানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে দেশের প্রতিটি মানুষ ওই পুলিশ কর্মীর প্রশংসা করছে। ওই ভিডিওতে গুজরাট পুলিশের এক কর্মীকে দুই বাচ্চাকে তাঁর নিজের কাঁধে চাপিয়ে বন্যা প্রভাবিত এলাকা থেকে সুরক্ষিত যায়গায় নিয়ে যাচ্ছে। দুটি বাচ্চাকে ওই পুলিশ কর্মীকে কাঁধে চাপিয়ে দেড় কিলোমিটার পর্যন্ত জলের প্রচণ্ড স্রোতের মধ্যে দিয়েও সুরক্ষিত যায়গায় নিয়ে যাচ্ছিল।

ওই ভিডিওতে চারিদিকে জল দেখা যাচ্ছে। ওই ভিডিও গুজরাটের মোরবী জেলার। ভিডিওতে যেই পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে, তাঁর নাম পৃথ্বীরাজ সিং জাদেজা বলে জানা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের প্রতিটি মানুষই পৃথ্বীরাজ সিং জাদেজার প্রশংসা করছে। কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র আর গুজরাটের বন্যায় মানুষের বিপদ বাড়িয়েই চলছে। এখনো পর্যন্ত এই বন্যা আর বৃষ্টিতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত খবর