পার্ক সার্কাস কান্ডে তল্লাশি চালাচ্ছে GRP-RPF-RAF, দোষীদের পাকড়াও করতে তৎপর পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ দোলের দিন বসন্ত উৎসবে যখন কলকাতাবাসী (Kolkata) বিভোর হয়ে রয়েছে, ঠিক সেই সময়ে ঘটে গেল এক নক্কারজনক ঘটনা। চলন্ত ট্রেনে পাথর ও প্লাস্টিকের প্যাকেটে করে মূত্র ছুঁড়ে দেওয়া হল মহিলা সাংবাদিকের গায়ে। ঘটনার জেরে পার্ক সার্কাস (Park Circus) স্টেশন সংলগ্ন  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

   

দোলের দিন সকালেই পার্ক সার্কাস স্টেশন থেকে চলন্ত ট্রেনের মহিলা সাংবাদিককে লক্ষ্য করে কিছু প্যাকেট ছুঁড়ে মারা হয়। হঠাৎ নিজের দিকে অদ্ভুতভাবে জিনিস ছুঁড়ে আসায় কিছুটা ভয় পেয়ে যান তিনি। দেখা যায় প্ল্যাস্টিকের প্যাকেটের মধ্যে রয়েছে মূত্র। এবং এর সাথে বেশ কয়েকটা পাথরও ছুঁড়ে মারা হয় তাঁকে।

পেশায় সাংবাদিক অদিতি দে ঘটনার বিবরণ দিয়ে নিজের ফেসবুক সাইটে পোস্ট করেন, ‘বাড়ি ফেরার সময় হঠাৎই পার্কসার্কাস থেকে ট্রেন ছাড়ার মুহূর্তেই হটাৎ একদল লোক চলন্ত ট্রেনের দিকে লক্ষ করে জানলা দিয়ে মূত্র এবং ঢিল ছুঁড়ে দেয়। সেই ছোড়া মূত্রে আমি হাঁফ ভিজে যাই এবং একটুর জন্যে ছোড়া ঢিল এর হাত থেকে বেঁচে গেছি। প্রত্যেক দিনই এই ঘটনাটি ঘটে চলছে। সন্ধের পর থেকেই ট্রেনকে লক্ষ্য করে এইভাবে ইট,পাথর নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয়। এভাবে যদি কোন দিন “এসিড” ছোড়া হয় তার দায়িত্ব কে নেবে। রেল পুলিশ পারলে প্লিজ কোনো স্টেপ নিন’।

ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জানালে সকাল থেকেই পুলিশ সহ GRP-RPF তল্লাশি শুরু করে দেয়। জরুরি তৎপরতার জন্য নামানো হয় RAFও। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হামলাকারীদের খুঁজে বের করতে প্রশাসনের তফর থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর