গরবা নাচে হামলার জের, মুসলিম যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাল পুলিশ! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : তুলকালাম গুজরাট (Guajarat)। গত সোমবার খেড়া জেলায় গরবা নাচের অনুষ্ঠানে পাথর ছুড়ে ঝামেলার সৃষ্টি করে ১৫০ জনের মুসলিম যুবকদের একটি দল। ঘটনায় ৭ জন আহত হয়। অভিযুক্তদের মধ্যে ৪৩ জনকে শনাক্ত করে পুলিশ। এই দলে মুসলিম মহিলারা ছিল বলে জানা যায়। গ্রেফতার হয় মোট ১০ জন। আজ গ্রেফতার হওয়া অভিযুক্তদের প্রকাশ্য দিবালোকে ইলেকট্রিক পোস্টে বেঁধে পেটাল গুজরাট পুলিস।

কী ঘটেছিল সেদিন রাতে? পুলিস সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতে গুজরাটের খেড়ার উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় হামলা চালানো হয়। তখন চলছিল গরবা নাচের অনুষ্টান । সেখানেই চালানো হয় হামলা। ওই অনুষ্ঠানস্থলের পিছনের দিকে অ্যাপ্রোচ রোডেও চলে হামলা। ছোড়া হয় পাথর। আহত হন কমপক্ষে ছ’জন। এই পরিস্থিতিতে গ্রামে পুলিস মোতায়েন করা হয়।

খেড়ার পুলিস সুপার রাজেশ গাধিয়া জানান, ‘আরিফ এবং জাহির নামে ওই দুই ব্যক্তির নেতৃত্বে একদল লোক নবরাত্রির গরবা নাচের জায়গায় ঢুকে পড়ে এবং ঝামেলা পাকাতে শুরু করে। তারপর ওরা পাথর ছুড়তে থাকে। তার জেরে ছ’জন আহত হয়েছেন। সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে উপযুক্ত পদক্ষেপও।’

আজ সকালে যে স্থানে পাথর ছোড়ার ঘটনা ঘটে সেখানেই ওই ১০ অভিযুক্তকে নিয়ে আসা হয়। তারপর তাদের এক এক করে বাঁধা হয় ইলেকট্রিক পোস্টে। আর সঙ্গে চলে পুলিসের লাঠি। গ্রামের মানুষও জড়ো হয়ে যায় ওই স্থানে। জানা যাচ্ছে, ওই ভীড় থেকে ‘বন্দেমাতরম’, এবং ‘জয় শ্রীরাম ধ্বনিও উঠে আসে। এরপর, অভিযুক্তরা তাদের অপরাধের জন্য হাতজোড় করে ক্ষমা চায় পুলিস এবং উপস্থিত জনতার কাছে। তবে এই বিষয় নিয়ে মুসলিম গোষ্ঠীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য উঠে আসেনি বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর