লোকসভার পর রাজ্যসভাতেও বিজেপির কাছে হারল কংগ্রেস, দুটি আসন সহজেই দখল করে নিলো গেরুয়া শিবির

গুজরাট রাজ্যসভার নির্বাচনে দুটি আসনই দখল করে নিলো বিজেপি। সেখানে বিজেপি প্রার্থী তথা বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর এবং জুগল ঠাকোর কংগ্রেসকে হারিয়ে জয় হাসিল করে নেন। গুজরাটে বিজেপির সদস্য ১০০, কিন্তু রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থী এস. জয়শঙ্কর ১০৪ টি ভোট পান। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ‘বিজেপির প্রার্থী তথা বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর এবং জুগল ঠাকুর রাজ্যসভার ভোটে জয় হাসিল করে নিয়েছেন। কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু এটা পরিস্কার যে আমরাই জিতেছি।

jaishankar

গত বারের রাজ্যসভার নির্বাচনে আহমেদ পাটেলকে ভোট দেওয়া বিটিপি দলে ছোটু বসালা এবার বিজেপিকে ভোট দিয়েছেন। আরেকদিকে গুজরাট কংগ্রেসের বিধায়ক অল্পেশ ঠাকুর আর ধবল সিং জোয়ালার ক্রস ভোটিংকে ভুল বলে তদন্তের আবেদন করা হয়েছে।

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে, যখনই তাঁরা বুঝতে পেরেছে যে ক্রস ভোটিং হয়েছে, তখন তাঁদের পর্যবেক্ষক শৈলেশ পারমার আপত্তি জানিয়েছে, আর শীঘ্রই তাঁদের ভোট বাতিল করার আবেদন জানিয়েছে। এছাড়াও তিনি দলবদল বিরোধী আইনের দাবি করেছেন। গুজরাট কংগ্রেস আজ রাজ্যসভার উপ নির্বাচনে অল্পেশ ঠাকুর আর ধবল সিং জোয়ালা এর ক্রস ভোটিংকে অবৈধ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর