আর বিক্রি করা যাবে না গুটখা ও তামাক জাত পানমশলা, নিষেধাজ্ঞা জারি সরকারের

বাংলা হান্ট ডেস্ক : পানশালার পর গুটখা ও তামাক জাত পান মশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর, 7 নভেম্বর তারিখ থেকে রাজ্যের সমস্ত দোকানে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধ করতে হবে৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে৷ যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল আগামী এক বছরের জন্য রাজ্যে তামাকজাত পানমশলা মজুত ও বিক্রি বন্ধ করা হচ্ছে৷ 25 অক্টোবর তারিখে এই নিয়ে নোটিস জারি করেছে রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপন কান্তি রুদ্র৷216273 3

যদিও ওই নির্দেশিকায় তামাকজাত মশলা নিষিদ্ধ হলেও সিগারেট এর কথা কোনও ভাবেই উল্লেখ করা নেই৷ ঘরে ঘরে এই নেশার দ্রব্যটি যাতে ছড়িয়ে না পড়ে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে, আগামী এক বছরের জন্য খাদ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যদিও এই প্রথমবার নয় কয়েক বছর আগে গুটকা ও চিউইঙ গামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল খাদ্য সুরক্ষা কমিশন৷

যদিও তার পরে কোথাও কমেনি এই দুটি দ্রব্যের বিক্রি তাই সুরক্ষা দফতরের তরফ থেকে যতই বিজ্ঞপ্তি জারি হোক কতটা কার্যকরী হবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন৷ যেহেতু তামাক ও গুটখাকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক উপাদান বলে চিহ্নিত করা হয়৷ এটি একটি নেশার জিনিসও বটে৷ তাই নেশা থেকে রাজ্যবাসীকে দূরে রাখতে অভিনব নিয়ম চালু করছে রাজ্য সরকার৷

সম্পর্কিত খবর