জ্ঞানবাপী মসজিদ নিয়ে প্রশাসনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক: জ্ঞানবাপী মসজিদের যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেই জায়গার নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু নমাজ পাঠ থেকে কাউকে বিরত করা যাবে না। মঙ্গলবার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদে সমীক্ষা বন্ধ করার জন্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি।

এই বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যে জায়গায় শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, তা হাত-পা ধোয়ার জায়গা। নমাজের স্থান আলাদা। বর্তমানে সুপ্রিম কোর্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে।

মসজিদে ভিডিওগ্রাফি সার্ভের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ ওই মামলায় মসজিদ কমিটির তরফে আইনজীবী আহমেদি সওয়াল করেন, ‘কীভাবে মসজিদ সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে যখন মসজিদের স্টেটাসকে বজায় রাখার নির্দেশ আগে থেকেই রয়েছে।’ তার পরই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত।

এদিকে গতকাল এক হিন্দু পিটিশনকারী দাবি করেন, জ্ঞানবাপী মসজিদ সমীক্ষার সময় সেখানকার এক পুকুরে শিবলিঙ্গ মিলেছে। এর পরেই স্থানীয় আদালত ওই এলাকা সিল করে দেয়। যদিও এক মুসলিম পিটিশনার জানিয়েছেন, ওটা ‘‌শিবলিঙ্গ’‌ নয়, ফোয়ারা। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে সমীক্ষাকারী দলের কোনও রিপোর্ট না দেখে অন্য পিটিশনারের কথা শুনে ওই এলাকা সিল করে দিল স্থানীয় আদালত?‌

এরপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, মঙ্গলবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল সেই স্থানটি সিল করে রাখতে হবে। সেই সঙ্গে শীর্ষ আদালত জেলাশাসককে নির্দেশ দিয়েছে, যেন কাউকে সেখানে প্রবেশ না করতে দেওয়া হয়। তবে মসজিদে নমাজ কিংবা অন্যান্য ধর্মীয় আচরণ বন্ধ করা যাবে না। সেই সঙ্গে এও জানানো হয়েছে যে, কোনও ভাবেই মসজিদে মুসলিমদের প্রবেশের সংখ্যাও বেঁধে দেওয়া হবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর