দেশে UAPA বিল কার্যকারী হলেই, জঙ্গি ঘোষণা করা হবে দাউদ, হাফিজ আর আজাহারকে

বাংলা হান্ট ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সন্ত্রাসবাদ বিরোধী আইনে প্রস্তাবিত সংশোধন লাগু হওয়ার পরেই হাফিজ সাঈদ আর আজাহার মাসুদকে জঙ্গি ঘোষণা করা হবে। বেআইনি গতিবিধি (UAPA) সংশোধন বিল ২০১৯ লোকসভা থেকে পাশ হয়ে গেছে, এবার ওই বিল রাজ্যসভা থেকে পাশ করার অপেক্ষায় আছে। হাফিজ সাঈদ আর আজাহার মাসুদকে জঙ্গি ঘোষণা করার পরেই, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাঁদের সবরকম যাত্রাতে নিষেধাজ্ঞা জারি হবে।

শুক্রবার আধিকারিকরা জানান, দেশে UAPA আইনের সংশোধন সংসদের দুই সদন থেকে পাশ করার পর দেশে সর্বপ্রথম নিষিদ্ধ জঙ্গি ঘসহনা হবে হাফিজ সাঈদ আর আজাহার মাসুদ। UAPA সংশোধন বিল ২০১৯ লোকসভায় পাশ হয়ে গেছে, এবার এই বিলকে কার্যকারী করার জন্য রাজ্যসভা থেকে পাশ করানো দরকার। এই বিল যদি রাজ্যসভা থেকে পাশ হয়ে যায়, তাহলে যাকে জঙ্গি ঘোষণা করা হবে, তাঁর সবরকম যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা যাবে এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে।

২০০৮ সালে মুম্বাইয়ের জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সাঈদ এবং ২০০১ সালে সংসদে হামলা এবং এবছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার মূল দোষী মাউদ আজাহারকে এই বিল পাশ হলে জঙ্গি ঘোষণা করা সম্ভব হবে। এই বিলে প্রস্তাবিত নতুন সংশোধন আন্তর্জাতিক মান্যতা এবং সংযুক্ত রাষ্ট্রের নিয়ম মাফিক হবে।

প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মান্যতা এবং সংযুক্ত রাষ্ট্রের সন্মেলনের অনুরুপ হবে। আধিকারিকরা জানান, কাউকে জঙ্গি ঘোষণা করতে গেলে, আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মঞ্জুরি নিতে হবে। আতঙ্কবাদী রুপে যাকে চিহ্নিত করা হবে, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ৪৫ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করতে পারবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর