বাড়তি চাল দিয়ে তৈরি করা হবে হ্যান্ড স্যানিটাইজার: জানাল মোদী সরকার, শুরু চরম বিতর্ক

বাংলাহান্ট ডেস্কঃ মোদী সরকার (Modi goverment) জানাল বাড়তি চাল দিয়ে তৈরি করা হবে হ্যান্ড স্যানিটাইজার। তা নিয়ে শুরু হল বিতর্ক। মারণ ভাইরাস করোনার জন্য সারা দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে প্রায় সবই বন্ধ। খুব দরকার ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না। আর এই  লকডাউনে বহু মানুষ ক্ষিদের জ্বালায় মরছেন৷ একটু খাবারের জন্য হন্নে হচ্ছেন৷ তার মধ্যেই কেন্দ্র জানাল যে উৎপাদিত বাড়তি চাল রয়েছে দেশে৷ কিন্তু তা ইথানল (Ethanol) তৈরির জন্য ব্যবহার করা হবে৷

chawl 2

এই সময় যখন বহু মানুষের রোজগার বন্ধ হয়েছে, লকডাউনে পেটে পড়ছে না কিছু, তখন কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ দেশে লকডাউন ঘোষণার পর থেকে বহু মানুষের অনাহারে থাকছেন৷ এমন খবর মিলেছে৷ বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষরা পড়েছে চরম অনিশ্চয়তার মধ্যে৷ সেখানে দাঁড়িয়ে না খেতে পাওয়া মানুষগুলির কথা না ভেবে কী করে বাড়তি চাল দিয়ে ইথানল বানানো পরিকল্পনা করল কেন্দ্র সরকার তা নিয়েই এই বিতর্ক৷

chawl

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ন্যাশনল পলিসি অন বায়োফুয়েল অনুসারে ঘোষিত ছিল যে দেশে উৎপাদিত বাড়তি চাল ইথানল তৈরির কাজে ব্যবহার করা হবে৷ সেই মোতাবিক এই কাজে এগোচ্ছে খাদ্য মন্ত্রক৷ চাল থেকে তৈরি এই ইথানল দিয়ে তৈরি হবে মাদক যুক্ত হ্যান্ড স্যানিটাইজার৷ করোনার সঙ্গে লড়তে যা ভীষণভাবেই প্রয়োজন৷ তা বলে মানুষের খিদের সঙ্গে আপস করে তৈরি হবে ইথানল? আপাতত এই প্রশ্নেই সরগরম রাজ্য রাজনীতি৷

সম্পর্কিত খবর