ভারতীয় ফুটবলে প্ৰথম করোনার হানা, আক্রান্ত স্ট্রাইকার জবি জাস্টিন

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস থেকে বাঁচতে পারছে না কেউই। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাইকে সমানভাবে আক্রমণ করছে করোনা ভাইরাস। বিশ্বের বেশ কয়েক জন নামি ফুটবলার সহ বেশ কয়েকজন উল্লেখযোগ্য কোচ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তারা সেরেও উঠেছেন। তবে এতদিন পর্যন্ত ভারতীয় ফুটবলে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। অবশেষে ভারতীয় ফুটবলকেও আক্রমণ করল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় ফুটবলার জবি জাস্টিন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে কেরলে নিজের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন এই ভারতীয় স্ট্রাইকার। জবি ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার। ভারতীয় দলের জার্সি গায়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন এছাড়াও কলকাতার অন্যতম প্রধান ইস্টবেঙ্গলের হয়েও দাপিয়ে খেলতে দেখা গিয়েছিল কিন্তু তারপর সেইভাবে খুব একটা নজর কাড়তে পারেন নি তিনি। গত মরশুমে আইএসএলে এটিকের হয়ে খেললেও সেই ভাবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি জবি জাস্টিন। কিন্তু এবার ফের এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জবি, অর্থাৎ সামনের আইএসএলে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে এই ভারতীয় স্ট্রাইকারকে।

125772117adce6d444134133608a69f278b8744fd9b9314398f4e2ab1b82c16b0a6177930

এই মুহূর্তে কেরলে নিজের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন জবি জাস্টিন। জানা গিয়েছে জবির শরীরে কোন প্রকার উপসর্গ নেই কিন্তু তাও জবিকে সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। জবি জানিয়েছেন, “শরীরে কোন সমস্যা নেই কিন্তু কিছুটা দুর্বল লাগছিল সেই কারণে আমি করোনা পরীক্ষা করায় এবং পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এই মুহূর্তে আমি ভালো আছি খুব দ্রুত করোনা মুক্ত হয়ে উঠবো।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর