১০ দিনে ১ কোটিরও বেশি তিরঙ্গা বিক্রি করল ডাক বিভাগ, তৈরি হল নতুন ইতিহাস

বাংলাহান্ট ডেস্ক : আসছে স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ‘হর ঘর তেরঙা’ প্রচারের ডাক দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর তরফে এই প্রচার শুরু হতেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এর সুসংবাদ। সরকারি এক বিবৃতিতে জানা গিয়েছে, সারা দেশে ছড়িয়ে থাকা 1.5 লক্ষ পোস্ট অফিসের মাধ্যমে মাত্র 10 দিনে এক কোটিরও বেশি জাতীয় পতাকা (তিরাঙ্গা) বিক্রি হয়েছে। ডাক বিভাগ 25 টাকা দরে এই তেরঙ্গাগুলি বিক্রি করেছে বলেই সূত্রের খবর।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়া পোস্ট 10 দিনের অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের পাশাপাশি অনলাইনের মাধ্যমে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে।আগামী ১৫ অগস্ট পর্যন্ত ডাকঘরের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি চলবে।

ইতিমধ্যেই যোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডাক অধিদপ্তর অনলাইনে বিক্রয়ের জন্য দেশের যেকোনো ঠিকানায় বিনামূল্যে জাতীয় পতাকা সরবরাহের সুবিধা দিচ্ছে। এখন পর্যন্ত নাগরিকরা ই-পোস্ট অফিস এর মাধ্যমে 1.75 লাখেরও বেশি জাতীয় পতাকা অনলাইনে ক্রয় করেছেন। সারা দেশে 4.2 লক্ষ ডাক কর্মী শহর, শহর ও গ্রাম, সীমান্ত এলাকা, মাওবাদী প্রভাবিত জেলা এবং পার্বত্য ও উপজাতীয় এলাকায় “হর ঘর তেরঙা” বার্তা প্রচার করেছেন।

এর পাশাপাশি ইন্ডিয়া পোস্ট প্রভাত ফেরি, বাইক র‍্যালি এবং চৌপাল সভার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের কাছে “হর ঘর তেরঙা বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টুইটার এবং ফেসবুকও ডিজিটালভাবে সংযুক্ত নাগরিকদের মধ্যে প্রোগ্রামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে, দেশের অর্থনীতির জন্য পতাকার ব্যাপক বিক্রি যে লাভদায়ক একথা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর