IPL-এর শ্রেষ্ঠ একাদশ বাছলেন হরভজন, ৬ ভারতীয় তারকা জায়গা পেলেও বাদ বিরাট ও রোহিত

 বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের কিংবদন্তি অফস্পিনার হরভজন সিং আইপিএল ২০২২-এ নজরকাড়া পারফরম্যান্স করা এগারো জন খেলোয়াড়কে বেছে নিয়ে এই আইপিএলের প্রেক্ষিতে তার পছন্দের সেরা আইপিএল একাদশ তৈরি করেছেন। খুব স্বাভাবিকভাবেই সেই দলে জায়গা পায়নি অফফর্মে থাকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

তার পছন্দের একাদশের ওপেনিং জুটি হিসেবে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার ও দুরন্ত ফর্মে থাকা লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলকে বেছে নিয়েছেন টার্বুনেটর। তিন নম্বরে এই মরশুমে ব্যাট এবং বল হাতে দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়াকে রেখেছেন হরভজন। আশ্চর্যজনক ভাবে লখনউ সুপারজায়ান্টস অধিনাকের বদলে গুজরাট টাইটান্স অধিনায়ককে নিজের দলের অধিনায়ক বেছেছেন ভাজ্জি। চার নম্বরে রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরম্যান্স করা রাহুল ত্রিপাঠিকে।

এরপর পাঞ্জাব কিংসের হয়ে ব্যাট এবং বল হাতে ভদ্রস্থ পারফরম্যান্স করা ইংল্যান্ডের বিপজ্জনক অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে সুযোগ দেওয়া হয়েছে ৫ নম্বরে। তারপর উইকেটরক্ষক এবং ফিনিশার হিসাবে দলে রয়েছেন দীনেশ কার্তিক। তার সাথে পেসার অলরাউন্ডার হিসাবে আন্দ্রে রাসেলকে জায়গা দিয়েছেন ভাজ্জি।

পার্পল ক্যাপ জেতা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খানকে দুই স্পিনার হিসাবে নিজের দলে রেখেছেন হরভজন। পেস বোলিংয়ে বিদেশি হিসাবে জস হ্যাজেলউডের পাশাপাশি যশপ্রীত বুমরাকেও বেছে নিয়েছেন প্রাক্তন অফস্পিনার। দুর্দান্ত না হলেও দুজনেই ভদ্রস্থ পারফরম্যান্স করেছেন আইপিএল ২০২২-এ।

হরভজন সিংয়ের সেরা একাদশ:
জস বাটলার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রশিদ খান, যশপ্রীত বুমরা, জস হ্যাজেলউড, যুজবেন্দ্র চাহাল

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর