অজিদের বিরুদ্ধে ইতিহাস তৈরি করলো হার্দিকের ভারতীয় দল! ৯ বছর পরে ঘটলো এমন ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরম্ভ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে অনুপস্থিত রয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তার বদলে এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন হার্দিক পান্ডিয়া। ওডিআই ফর্ম এই প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে তারকা অলরাউন্ডারকে।

আজকের এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর এই প্রতিবেদনটি লেখার সময় ম্যাচের যা গতিপথ তা দেখেই মনে হচ্ছে যে তার সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। ভারতীয় বোলাররা, বিশেষ করে পেসার মহম্মদ শামি অসাধারণ বোলিং করে ইতিমধ্যেই ৩ উইকেট নিয়ে নিয়েছেন।

তবে আজ এমন একটা ঘটনা ঘটেছে এই ম্যাচে যা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঘটল দীর্ঘ ৯ বছর পরে। আজ ভারতীয় দলের হয়ে স্টিভ স্মিথকে আউট করেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষবার কোন ভারতীয় অধিনায়ক ভারতীয় দলের হয়ে ওডিআই উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না। পুরো ৯ বছর পর আবার এমন ঘটনা ঘটলো।

shami team india 3

প্রতিবেদনটি লেখার সময় ম্যাচে পুরোপুরি চালকের আসনে বসে পড়েছে ভারত। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলেছে ১৮৮ রানে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে তারা যে পুরো ৫০ ওভারে ব্যাটিং করতে পারবে না এ ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত। মিচেল মার্শ (৮৬) বাদে আর কোন ক্রিকেটারই ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়েছে ১৮৮ রানেই। ভারতের হয়ে সেরা বোলিং করেছেন মহম্মদ শামি। ৬ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহ ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজও। ২ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ১ টি উইকেট নিয়েছেন হার্দিক ও কুলদীপ। অস্ট্রেলিয়া একসময় এমন ব্যাটিং করছিল যেখানে ৩৫০-ও অসম্ভব মনে হয়নি। কিন্তু শেষ ৭ উইকেট তারা হারিয়েছিল মাত্র ৫৯ রানে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর