টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে ফিরবেন কি? এই ব্যাপারে নিজের মুখেই জানালেন হার্দিক পান্ডিয়া।

চোটের কারণে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি কবে মাঠে ফিরবেন এই ব্যাপারে জানতে গিয়ে জানা গেল আপাতত মাঠে ফেরার জন্য খুব বেশি তাড়াহুড়ো করতে চাইছেন না পান্ডিয়া। পিঠের চোট নিয়ে ধীরে চলো নীতি মেনে চলছেন পান্ডিয়া। পিঠে চোট পাওয়ার পর ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করেন হার্দিক পান্ডিয়া তারপর থেকে নিয়মিত রিহ্যাব করছেন তিনি। কিন্তু মাঠে ফেরার জন্য তাড়াহুড়ো করতে চান না পান্ডিয়া।

পিঠে চোট পাওয়ার পরে প্রথমেই অস্ত্রপচার করতে চান নি তিনি, কিন্তু চোট গুরুতর হওয়ায় বাধ্য হয়ে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রপচার করান পান্ডিয়া। সফল অস্ত্রপচারের পর এই মুহূর্তে ডাক্তারদের তত্ত্বাবোধনে ক্রিকেট থেকে দূরে রয়েছেন পান্ডিয়া। কবে মাঠে ফিরবেন? আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপে কি তিনি মাঠে নামবেন এই ব্যাপারে কোনোপ্রকার তথ্য জানা নেই কারুর।

হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে এখন তিনি কিছুটা ভালো রয়েছেন। দ্রুত মাঠে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে পান্ডিয়া জানিয়েছেন আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখেই তিনি এক বছর সময় হাতে রেখে অস্ত্রপ্রচার করিয়েছেন। পান্ডিয়া এই মুহূর্তে ডাক্তারদের তত্ত্বাবোধানে রীতিমতো অনুশীলন চালিয়ে যাচ্ছেন। পান্ডিয়া জানিয়েছেন আইপিএলের আগেই আমি কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাই তারপর আইপিএলে খেলে সোজা বিশ্বকাপে নামবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর