দিনদিন পেট্রোল-ডিজেলের দাম কেন বাড়ছে, ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ দেশে লাগাতার বাড়তে থাকা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের আক্রমণ করতে এবার মাঠে নামলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (dharmendra pradhan)। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে প্রতিনিয়তই কেন্দ্র সরকারের তুলোধোনা করছে বিরোধীরা। এবার সেই বিরোধীদের কটাক্ষ করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পেট্রোল- ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তড়তড় করে বৃদ্ধির ফলেই জ্বালানি তেলের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে।

1200px Shri Dharmendra Pradhan Petroleum Minister 1
The Union Minister for Petroleum & Natural Gas and Steel, Shri Dharmendra Pradhan holding a press conference on Cabinet Decisions, in New Delhi on December 30, 2020.

তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই বাড়তে থাকা জ্বালানির দামের কারণে কিছুটা সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ- একথা আমি স্বীকার করে নিচ্ছি। তবে গত এক বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনা ভ্যাকসিনের জন্য। অন্যদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য খরচ হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা। অন্যদিকে পিএম কিষান যোজনার টাকাও হস্তান্তর হচ্ছে। সেই কারণে এই সংকটের সময় জনকল্যাণ খাতের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে’।

এসবের পাশাপাশি তিনি প্রশ্ন ছুঁড়ে দেন বিরোধীদের দলনেতাদের দিকেও। রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘রাজস্থান আর মহারাষ্ট্রে কেন জ্বালানির দাম এত বেশি? আপনি যদি সত্যই গরীবদের কথা ভেবে থাকেন, তাহলে রাজস্থান আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের বলুন কর লাঘব করে জ্বালানি তেলের দাম কমাতে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর