ফের শিরোনামে হাসান আলি, খেলা চলাকালীন বিতর্কিত ইঙ্গিত করে কড়া শাস্তির মুখে পাকিস্তানি প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি জোরে বোলার হাসান আলির সময়টা মোটেই ভাল যাচ্ছেনা, টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। এবার বাংলাদেশ সফরেও শাস্তির মুখে পরতে হল তাকে। মাঠে খারাপ আচরণ ও অঙ্গভঙ্গির কারণে এবার তাকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি। আইসিসির আচরণ বিধি ২.৫ ধারা লঙ্ঘনের জন্য এই শাস্তি ধার্য করা হয়েছে তার নামে।

শনিবার ঢাকায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশই, আর সেই ইনিংসের ১৯ তম ওভারেই ঘটে এক নিন্দনীয় ঘটনা। ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১১ রানের মাথায় উইকেট কিপারের হাতে ক্যাচ দেন নুরুল। তার তার পরেই তার উদ্দেশ্যে বোলার হাসানকে বিশ্রী অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

তার এই ধরনের আচরণের কারণেই এবার আইসিসির শাস্তির মুখে পড়তে হল এই পাক তারকাকে। গত ২৪ মাসে ক্রিকেট মাঠে এটাই ছিল হাসানের প্রথম ভুল, তাই তাকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার সাথে সাথেই সতর্ক করে দিয়েছে আইসিসি। অর্থাৎ ভবিষ্যতে এ ধরনের আচরণ ফের করলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে এই জোরে বোলারকে। জানিয়ে রাখি এই ম্যাচে স্লো ওভাররেটের জন্য ফাইন হয়েছে বাংলাদেশেরও৷

তবে হাসান শাস্তির মুখে পড়লেও পাকিস্তানের জন্য এই ম্যাচ ছিল যথেষ্ট আনন্দদায়ক। শাহীন আফ্রীদি, শাদাব খানদের বলের দাপটে এদিন মাত্র ১০৮ রানেই বাংলাদেশকে থামিয়ে দিয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে একমাত্র নাজমুলের ৪০ ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেননি কেউই। জবাবে ব্যাট করতে নেমে ফখরের ৫৭ এবং রিজওয়ানের ৩৯ রানের ইনিংসের দৌলতে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর