হাথরস কাণ্ডে নকশাল কানেকশন, নকল বৌদি সেজে ষড়যন্ত্র করছিল মহিলা! দাবি তদন্তকারী দলের

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরস কাণ্ড নিয়ে রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে। আর এবার হাথরস কাণ্ডে নকশালের (Naxal) কানেকশন সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইটি টিম মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা এক মহিলার খোঁজ করার কাজে লেগে পড়েছে। শোনা যাচ্ছে যে, সন্দেহভাজন ওই মহিলা নির্যাতিতার বাড়িতে নকল বৌদি সেজে থাকত। এসআইটি তদন্তে জানা গিয়েছে যে, ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্যাতিতার বাড়িতে থেকে নকশালি ওই মহিলা বড়সড় ষড়যন্ত্র কষছিল। এর আগে শুক্রবার পুলিশ জানায় হাথরস কেসে বিদেশী ফান্ডিং মামলায় PFI আর ভীম আর্মির কানেকশন আছে। যদিও, ED ভীম আর্মির কানেকশনের ত্বত্ত্ব উড়িয়ে দিয়েছে।

হাথরস কাণ্ডের তদন্ত করা এসআইটি সুত্র জানায় যে, নকশালি মহিলা ঘোমটা দিয়ে পুলিশ আর এসআইটির সাথে কথা বলে। ঘটনার দুদিন পর সন্দেহভাজন মহিলা নির্যাতিতার গ্রামে পৌঁছায়। অভিযোগ উঠেছে যে, ওই নকশালি মহিলা নির্যাতিতার বাড়িতে থেকে পরিবারকে উস্কানি দিচ্ছিল। নির্যাতিতার বৌদি সেজে তাঁদের বাড়িতে থাকা নকশালি অ্যাক্টিভিস্ট মহিলার কল ডিটেলসের তদন্ত করার পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

তদন্তকারী সংস্থা গুলো অনুযায়ী, বিদেশী ফান্ডিং এর সাথে নকশাল কানেকশন নিয়ে পুলিশ আর এসআইটি-এর টিম তদন্ত করছে। এর আগে SIT এই ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশ এবং গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্রের খোলসা করেছিল। এখনো ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করছে SIT এর টিম। হাথরস মামলায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে, তাঁরা সন্দেহভাজন PFI এর সদস্য বলে জানা যায়।

গ্রেফতার হওয়া চারজনের মধ্যে একজন উত্তরপ্রদেশের বহরাইচ জেলার জরবল এলাকার বাসিন্দা। তাঁদের গ্রেফতারীর পর ইউপি পুলিশ সক্রিয় হয়ে যায়। বহরাইচ পুলিশ জানায় যে, এই এলাকা ভারত-নেপাল সীমান্তের পাশে, আর সেখানে বিগত কিছুদিন ধরে PFI এর সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর