fbpx
টাইমলাইনভাইরাল

জেনে নিন আত্মহত্যার জঙ্গল আওকিঘারার ভুতুড়ে কান্ডকারখানা

বাংলা হান্ট ডেস্ক: ভুতুড়ে জায়গা বলে পরিচিত এমন অনেক স্থানের নামই আপনারা শুনেছেন।পৃথিবীর একটি ভয়ংকর স্থান হল আওকিঘারা জঙ্গল। জঙ্গলটি জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত। পৃথিবীর কোথাও এত ভয়ংকর আর রহস্যময় স্থান আছে কিনা সন্দেহ।

সাড়ে তিন হাজার হেক্টর আয়তনের এই জঙ্গলটি দুমড়ানো মোচরানো গাছে পরিপূর্ণ। গাছগুলির গোড়া এবং জঙ্গলের বেশির ভাগ অংশ স্যাঁতস্যাঁতে শ্যাওলায় পরিপূর্ণ।
স্থানীয় মানুষজনের কথা অনুযায়ী ভুত প্রেতে ভরা এই জঙ্গলটি। কারণ রাতের বেলা রহস্যময় আওয়াজ,গোঙানী আর কান্নার শব্দ নাকি ভেসে আসে এই জঙ্গল থেকে। অনেকেই শুনেছেন তা।

এর কারনও অবশ্য রয়েছে। জঙ্গলটি পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি আত্মহত্যার জায়গাএটি। বিগত পঞ্চাশ বছরে পাঁচ শতাধীক মানুষ এখানে এসে আত্মহত্যা করেছে। ফাঁসির দড়িতে ঝুলে কিম্বা অন্য উপায়ে এরা আত্মহত্যা করেছে।

এই কারণেই জঙ্গলের বিভিন্ন জায়গায় কঙ্কাল ছড়ানো। সত্যিই এই জায়গা ভুতুড়ে কিনা তা হয়ত প্রমাণিত নয়। তবে মানুষ এটাই বিশ্বাস করে।

Leave a Reply

Close
Close