পাসপোর্টের জন্য আবেদন করেও এখনও পাননি হাতে? সময় নষ্ট না করে এখনই করুন এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট (Passport) হল একটি গুরুত্বপূর্ণ জিনিস। বৈধ পাসপোর্ট ছাড়া বিদেশে যাতায়াত করা সম্ভব হয় না। এমনকি, বিভিন্ন দেশের ক্ষেত্রে পাসপোর্টও আলাদা আলাদা হয়। এমতাবস্থায়, দেশের নাগরিকরা যখন পাসপোর্টের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে তাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

পাশাপাশি, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরই পাসপোর্ট আবেদনকারীর প্রদত্ত ঠিকানায় পৌঁছে যায় পাসপোর্টটি। যদিও, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, পাসপোর্ট হাতে পেতেই দীর্ঘদিন সময় লেগে যায় আবেদনকারীর। এমন পরিস্থিতিতে পাসপোর্টের স্ট্যাটাস চেক করার কাজটি সক্রিয়ভাবে করতে পারেন আবেদনকারী।

mPassport পরিষেবা: জানিয়ে রাখি যে, পাসপোর্টের জন্য আবেদন করার পর এটির স্ট্যাটাস চেক করার কাজটি খুব সহজেই করা সম্ভব। মূলত, পাসপোর্ট স্ট্যাটাস চেকের মাধ্যমে পাসপোর্টের আবেদনের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক mPassport Seva নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। যা আপনার স্মার্টফোনে পাসপোর্ট সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করবে।

পাওয়া যায় একাধিক তথ্য: mPassport পরিষেবাটি প্রাথমিকভাবে পাসপোর্ট সংক্রান্ত তথ্যে আগ্রহী এমন নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি কম সাইজের, সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। যেটি পাসপোর্টের শুল্ক, ​​আবেদনের স্ট্যাটাস, যোগাযোগের তথ্য এবং অন্যান্য সাধারণ তথ্যও প্রদান করে।

istockphoto 1148773587 612x612 1

পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিদেশ মন্ত্রক কমন সার্ভিস সেন্টার (CSC) ই-গভর্ন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের যৌথ সহযোগিতায় দেশের গ্রামীণ এলাকাগুলিতে এক লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টারের (CSC) বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা শুরু করেছে। প্রাথমিকভাবে এই পরিষেবাগুলি উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের ১৫ টি নির্বাচিত CSC-র স্থানে পাইলট মোডে চালু করা হয়েছিল। যা পরবর্তীকালে দেশের বাকি অংশে প্রসারিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর