fbpx
টাইমলাইনভারতরাজনীতি

আমাকে সংখ্যাগরিষ্ঠতা দাও, নরেন্দ্র মোদীকে শিখিয়ে দেব কিভাবে দেশ চালাতে হয়: কুমারস্বামী।

কর্ণাটকে জোট-কংগ্রেস-জেডিএস সরকার ভেঙে যাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে আরো একবার শিরোনামে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন ভবিষ্যতের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার সাথে নির্বাচিত হলে উনি দেখিয়ে দেবেন কিভাবে সরকার চালাতে হয়। উনি বলেছেন জমগণ উনাকে বহুমত দিয়ে নির্বাচিত করলে উনি প্রধানমন্ত্রীকে দেখিয়ে দেবেন কিভাবে সরকার চালাতে হয়।

বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেশ্বর ভাটের টুইট করা একটি ভিডিওতে, কর্ণাটকের প্রাক্তন সিএম এইচডি  কুমারস্বামীকে নির্বাচনে তাকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য লোকদের বলতে বলতে শোনা যেতে পারে। এইচডি কুমারস্বামী জনগণের কাছে বেশি ভোটের দাবি করেছেন যাতে উনি রাজ্যের সংস্কার করতে পারেন। একই সাথে উনি বলছেন সংখ্যাগরিষ্ঠ পেলে কিভাবে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার চালানো শেখাবেন । নিচের ভিডিও দেখুন-

কুমারস্বামী বলেছেন, মোদী শুধু জনগণকে প্রতিশ্রুতি দিতেই ব্যাস্ত থাকে। জানিয়ে দি, কর্ণাটকে JDS এর গ্রহণযোগ্যতা একেবারে কমে গেছে। কুমারস্বামীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যেও কংগ্রেসের সাহায্য নিতে হয়েছিল। যদিও শেষমেষ জোট সরকার টিকে থাকতে পারেনি। যার ভবিষ্যতেবাণী অমিত শাহ করেই রেখেছিলেন। কর্ণাটকে কংগ্রেস- JDS জোট ১৪ মাস ১১৬ জন বিধায়ককে নিয়ে সরকার চালিয়েছিল। কিন্তু শেষমেষ সড়কার ভেঙে পড়ে এবং বিজপি সরকার গঠন করে। কর্ণাটকের জনগনের উপর জোর করে কুমারস্বামীকে চাপিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে নরেন্দ্র মোদী জনগণের ইচ্ছামত পদে বসে বসেছেন। তাই নিজেকে মোদীর সাথে তুলনা করে হাস্যকর ঘটনা তৈরি করেছেন বলে অনেকের দাবি।

Back to top button
Close
Close