অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলাম আমি, এবার রাজনৈতিক সন্ন্যাস নিতে চাই

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী শনিবার বলেন, তিনি রাজনীতি থেকে দূরে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। উনি জানান যে, তিনি ভুল করে রাজনীতিতে চলে এসেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেন, আমি ভুল করে মুখ্যমন্ত্রী হয়ে গেছিলাম। ভগবান দুইবার মুখ্যমন্ত্রী হওয়ার অবসর দিয়েছেন। উনি বলেন, ১৪ মাসে রাজ্যকে উন্নত করার জন্য আমি অনেক কাজ করেছি। আমি আমার কাজে সন্তুষ্ট।

hd

কিছুদিন আগেই কর্ণাটকের সরকারের পতন হয়। সেখানে কংগ্রেস আর জনতা দল সেকুলার (জেডিএস) এর জোট সরকার ছিল। দুই দলের কয়েকজন বিধায়ক ইস্তফা দেওয়ার পর কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এরপর থেকেই সরকারের উপর আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছিল। বিরোধী দলের দাবিতে কর্ণাটক বিধানসভার স্পীকার রমেশ কুমার আস্থা ভোট করান, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। কুমারস্বামী আস্থা ভোটে ৯৯ টি ভোট পান, আর ভারতীয় জনতা পার্টি ১০৫ টি ভোট পায়। এরপরেই কর্ণাটকে কুমারস্বামীর সরকার ভেঙে পড়ে। এরপরেও স্পীকার রমেশ কুমার সমস্ত ইস্তফা দেওয়া বিক্ষুব্ধ বিধায়কদের অযোগ্য ঘোষণা করেছিলেন।

কর্ণাটকের সরকার গড়ার পর থেকেই কুমারস্বামীর সরকার নড়বর করছিল। রাজ্যে বিজেপি সবথেকে বড় দল হলেও সরকার গড়তে অক্ষম হয়েছিল। প্রথমে বিজেপির রাজ্যসভাপতি ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেও, আস্থা ভোটের দিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরেই কংগ্রেস আর জেডিএস মিলে কর্ণাটকে সরকার গঠন করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর