এবার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে HDFC Bank! মিলবে মোটা টাকা Scholarship, কিভাবে পাবেন?

বাংলাহান্ট ডেস্ক: সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর সংখ্যক স্কলারশিপ (Scholarship) রয়েছে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এবার কলেজ পড়ুয়াদের ভালো অংকের টাকা স্কলারশিপ হিসেবে দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। আবেদনের জন্য কেমন যোগ্যতা লাগবে? জানুন এই প্রতিবেদনে।

HDFC Bank gives big news to customers

B.A, B.S.C, B.COM প্রভৃতি জেনারেল ডিগ্রী কোর্স করা ছাত্র-ছাত্রীদের ৩০ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়ার কথা জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। শুধু তাই নয়, বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন বিটেক, এমবিবিএস, ব্যাচেলার অফ আর্কিটেক্ট বা নার্সিং ইত্যাদি কোর্স যারা করছে তাদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) অভিনব উদ্যোগ 

আবেদনকারীর যোগ্যতা-

১। পূর্বতন পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।

আরোও পড়ুন : রাজ্যের শিক্ষকদের পোয়া বারো! ঊর্ধ্বসীমা পার করার পরেও হবে বেতনবৃদ্ধি

প্রয়োজনীয় নথি- পাসপোর্ট সাইজ ছবি, শেষ পরীক্ষার ২০২৩ – ২০২৪ সালের রেজাল্ট, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, বর্তমান কোর্সে ভর্তি হওয়ার নথি হিসেবে আবেদন ফি এর রশিদ, এডমিশন লেটার, ব্যাঙ্ক পাসবুক বা ক্যানসেল চেক এবং পরিবারের আয় শংসাপত্র, আয় শংসাপত্রের একটি এফিডেভিট।

Scholarship

কিভাবে আবেদন করবেন- প্রথমে buddy4study তে গিয়ে নিজের ইমেইল আইডি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন। রেজিস্টার আইডি দিয়ে লগইন করে অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করুন। এবার আদেবীনকারীর HDFC Bank Parivartan’s ECSS Programme ২০২৪-২৫ এই অ্যাপ্লিকেশন ফর্ম পেজে রিডাইরেক্টেড হবেন। স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় সব নথিপত্র দিয়ে, আপলোড করতে হবে। টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করুন। প্রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফর্ম ভালো করে দেখে। মনে রাখবেন, শুধুমাত্র অনলাইনেই এই আবেদনপত্র গ্রহণযোগ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর