নিজের টাকায় ১৯ জন ছাত্র ছাত্রীদের বিমান চড়ালেন প্রধান শিক্ষক

প্রধান শিক্ষকের হাত ধরে স্বপ্ন পূরন এই বিষয়টা হয়তো সবার ভাগ্যে জোটে না। কিন্তু দুনিয়াটা তো অনেক ব্যতিক্রমেই বেঁচে আছে সে কথাটাও সত্যি । এরকমই এক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার এক সরকারি স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষক তার  নিজের জমানো টাকা দিয়ে ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরন করেছে। নিজের জমানো  ৬০ হাজার টাকা খরচ করে স্কুলের ১৯জন ছাত্র-ছাত্রীকে দুদিনের জন্য বিমানে চড়ার সুযোগ করে দেন তিনি।

আর এই ১৯ জন ছাত্র ছাত্রীকে তারা বিমানে করে নিয়ে যান দিল্লিতে। বিমান উঠার পরেও  কিছু বুঝে উঠতে পারেনি বলে জানিয়েছেন ১৯ জন ছাত্র-ছাত্রী এবং অন্য সহ-শিক্ষকেরা। একটু একঘেয়েমি জীবন ছেড়ে স্বপ্নের জীবন বাচার জন্য তারা ছবি তোলে, এবং জমিয়ে আড্ডাও দেন। পাশাপাশি চলে দেদার মজা এবং হুল্লোড় । সব মিলিয়ে এই যাত্রা যেন তাদের জীবনে একটা নতুন অধ্যায় হিসেবে রয়ে গেছে।১৪ ফেব্রুয়ারি প্রেমের দিবসের দিন যখন বীজপুর গ্রামের ওই ১৯জন পড়ুয়া ইন্দোর বিমান বন্দরে বিমানের সামনে দাঁড়িয়ে তখন তারা ভাবতেই পারেনি সেটা স্বপ্ন না সত্যি।দু দিন দিল্লিতে থেকে কুতুবমিনার, সংসদ ভবন, লালকেল্লা সব জায়গায় ঘুরে নিয়েছেন তারা । আর এই ঘোরার মাধ্যমে সংগ্রহ করে নিয়েছে জীবনের সেরা আনন্দের মুহুর্তগুলো । তবে ফেরার সময় তারা এসেছে ট্রেনে করেই।  ঘুরে আসার এক সপ্তাহ পরেও তাদের মধ্যে যেন আনন্দের রেশ কাটেনি।

বাড়ি থেকে পাড়া প্রতিবেশি সবাই কে তারা তাদের স্বপ্নের গল্প এখনও শুনিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের এই আনন্দের মুহুর্তেই তারা নিজের জীবনের কঠিন বাস্তবকে নিয়ে এগিয়েও যাচ্ছে ।প্রধান  শিক্ষক কিশোর কানাসে বলেন, তিনি  বহুদিন ধরে জমানো ৬০ হাজার টাকা দিয়ে  বিমানের ভাড়া দেন।  এমনকি  এর আগে গত বছর ট্রেনে করে তিনি তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীদের আগ্রা দেখাতে নিয়ে গিয়েছিলেন, আর এই বছর তার ইছহে ছিলো প্লেনে করে তার প্রিয় ছাত্র ছাত্রীদের সাথে ঘুড়তে যাওয়ার, আর সেই স্বপ্নই আকাশ ছুঁলো।

সম্পর্কিত খবর