মরুভুমির থেকেও ভয়ঙ্কর! আরও বাড়বে তাপমাত্রা, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি কমলা সতর্কতা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ্য বাড়ছে সূর্যের দাপট! তবে এতেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না।

তবে এরই মাঝে স্বস্তির খবর যে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ,কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

হাওয়া দফতর সূত্রে খবর, এই তীব্র দহনজ্বালা এখনই জুড়োবে না। এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা-দক্ষিণ দিনাজপুরেও।

রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

weather

তাপপ্রবাহের জন্য হাওয়া অফিস তরফে যে গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে। অফিস সূত্রে খবর, ৭ থেকে ১০ জুনের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে৷ ১০ তারিখ পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তীব্র দাবদাহ চলবে৷

তাপপ্রবাহের জন্য যে ধরনের সতর্কবার্তার পরামর্শ দেওয়া থাকে সেগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন বয়স্ক শিশু এবং অসুস্থদের জন্য বিশেষ সতর্কতা মানতে হবে। একটানা বেশিক্ষণ রোদে কাজ করা যাবে না। বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রোদে কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ। একটু পর পর জল পান করতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর