তুমুল বৃষ্টির শব্দ শুনতে শুনতে মটন কষায় কামড় দেবেন বাংলার জামাইরা! আবহাওয়ার আপডেট দিল IMD

বাংলা হান্ট ডেস্ক : এল সুখবর! জামাইষষ্ঠীর দুপুরের আর প্যাচপ্যাচে গরমে খেতে বসার কষ্ট করতে হবে না। আগামীকালই পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে নামবে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হয়ত আজ থেকেই জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলতে পারে তার সঙ্গে।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

weather

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ২৩টি জেলায় এই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, বিহার এবং তদসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির জন্য। ওই ঘূর্ণাবর্তটিই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে ক্রমাগত। যার জেরে জৈষ্ঠ্যের মাঝামাঝি বর্ষার আমেজ তৈরি হতে পারে রাজ্য জুড়ে। এমনকি, এই ঘূর্ণাবর্তের জন্য বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন রাজ্য জুড়ে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলেও মনে করছে আবহাওয়া দফতর।

বুধবার সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

তবে, আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দু এক জেলায় ঝড়-বৃষ্টি নাও হতে পারে। শুক্র ও শনিবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। আজ হঠাৎ আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর