রাত বাড়লেই বাড়বে বিপদ! দক্ষিণবঙ্গের এই ৯ জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস, জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: গত মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টি না হওয়ার পূর্বাভাস (Weather Report) জানিয়েছিল হাওয়া অফিস। এমতাবস্থায়, ওই দিনগুলিতে ভ্যাপসা গরমে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল দক্ষিণবঙ্গের মানুষের। তবে, নতুন মাসের প্রথম দিনেই রীতিমতো ভোল পাল্টাল আবহাওয়া। শুধু তাই নয়, গরমের অস্বস্তির মধ্যেই ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার কলকাতার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঝড় সহ তুমুল বৃষ্টি পরিলক্ষিত হলেও শুক্রবার রীতিমতো সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Heavy rain is forecast in these 9 districts

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণবঙ্গের একের পর এক জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আবহাওয়া দফতর কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম সব পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন: এবার রূপান্তরকামীরাও চাকরি পাবে কলকাতা পুলিশে, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

এদিকে, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার ক্ষেত্রে রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় থাকছে হলুদ সতর্কতা। মূলত, শুক্রবার থেকেই শুরু হবে প্রবল বৃষ্টি। এদিকে, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও, হাওড়া, হুগলি, পুরুলিয়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: ১৬৬ বছরের ইতিহাসে প্রথম মহিলা চেয়ারম্যান পেল রেল, জয়া ভার্মা সিনহার পরিচয় অবাক করবে

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার বড় পরিবর্তন পরিলক্ষিত হবে। শুধু তাই নয়, জানা গিয়েছে এবার একধাক্কায় হু হু করে তাপমাত্রা হ্রাস পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনকি, রীতিমতো কাঁপবে দার্জিলিং, কালিম্পঙয়ের মতো শৈলশহরগুলি। এছাড়াও, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর