উত্তর পূর্ব বঙ্গপসাগরে নিম্নচাপ। আগামী কাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা।

 

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে ভরা শ্রাবণে ও বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গের মানুষ। তাই রীতিমত মুখ ভার হয় বৃষ্টি প্রেমী বাঙালির।তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার আশা পূরণ হতেই পারে।সোমবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তার জেরে সপ্তাহভর চলবে বৃষ্টি।রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। এর ফলে এ বছর অনাবৃষ্টির জন্য বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে তা কিছুটা মিটতে পারে।

আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায় যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সপ্তাহের শেষদিকে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি র সম্ভাবনা আছে।সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস থাকায় ইতিমধ্যেই মৎসজীবী দের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত খবর