কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। চলবে আগামী ৪৮ ঘণ্টা

 

বাংলা হান্ট ডেস্ক: ভরা শ্রাবণে উত্তরবঙ্গ ভাসলেও বৃষ্টির কমতি পূরণ হয় নি দক্ষিণবঙ্গে। বর্ষা প্রায় শেষ হয়ে যাওয়ার পরও বৃষ্টির দেখা না মেলায় আশঙ্কায় দক্ষিণবঙ্গে সবকটি জেলার চাষিরাও। জলের অভাবে জমিতে চাষ দেওয়া যাচ্ছে না। ফলে ধান রোপনের কাজ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। দক্ষিণবঙ্গের মানুষ গরম অসস্তিকর পরিবেশে অনেকদিন কাটালেও এবার অবশেষে বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা।মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশেও মেঘ জমেছে। হাল্কা বর্ষন শুরু হয়েছে সকাল থেকেই।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দেয় যে রবিবার বিকেলের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হবে নিম্নচাপ।আর সেই মতন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এর ফলেই অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা কলকাতা ও দক্ষিণবঙ্গে র মানুষ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলের চার জেলায় দু-এক পশলা ভারীবৃষ্টির সম্ভাবনা রযেছে এবং আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিনবঙ্গে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। সপ্তাহের শেষদিকে পশ্চিমের জেলাগুলিতে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে।সক্রিয় হবে মৌসুমী বায়ু। নিম্নচাপের কারনে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এই নিম্নচাপের ফলে দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

সম্পর্কিত খবর