টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা নেপালে,মৃত ৬০ নিখোঁজ ৩৩

বাংলাহান্ট ডেস্ক: গত তিনদিন টানা বৃষ্টিতে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০। প্রায় ৩৩ জন নিখোঁজ রয়েছেন। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে প্লাবিত হয়ে রয়েছে গোটা এলাকা। পাহাড়ি অঞ্চলের ভারী বৃষ্টির জেরে চলছে ব্যাপক ভূমিধস। নেপালের পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে।

   

এখনো পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। আহত হয়েছেন প্রায় ২৫ জন। বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৩৩ জনকে খোঁজার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত নিখোঁজদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ত্রানকার্য চলছে। উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রচুর বাড়িঘর ভেঙে গিয়েছে। সরকারের তরফ থেকে দুর্গতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

সম্পর্কিত খবর