ভারত জুড়ে পড়বে ব্যাপক গ্রীষ্ম, স্থায়ী হবে অনেক দিন: জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ ঠান্ডা যেমন অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়েছে, তেমনই এবছর গরমও দীর্ঘায়িত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। শীত (Winter) যেন গিয়েও যাচ্ছে না। মাঝে শীত চলে গেলেও, আবার দুদিনের বৃষ্টিতে (Rain) ফের চলে এসেছ হালকা শীতল হাওয়া।

   

বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমে গেছে। রাতের দিকে এবং ভোরের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মোটা গরম জামা না পড়তে পাড়লেও, মানুষজন হাকলা ভারি পোষাক পরিধান করছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানান দিল গরম (Summer) পড়বে এবছর। শীতের সাথে পাল্লা দিয়ে গরম তাপমাত্রা বাড়বে ব্যপক হারে।

তাপমাত্রার (Temperature) পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। গরমে হাঁসফাঁস করবেন দেশের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের মানুষজন। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ চড়ে থাকবে বেশ অনেক দিন ধরেই। শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস।

 

তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এবারে বাড়বে তাপমাত্রা। গরম পড়বে শহরেও। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর