ছত্তিসগড়ে বিমানবন্দরেই ভেঙে পড়ল হেলিকপ্টার! দুর্ঘটনায় মৃত দুই পাইলট

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা রায়পুরে। বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল হেলিকপ্টার। এহেন মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটেরই।

জানা যাচ্ছে, মৃত দুই পাইলটের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। গতকাল রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি টেক অফ করে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ভেঙে পড়ে বিমানটি।

পুলিশ সূত্রে খবর, মূলত প্রশিক্ষণের জন্যই ব্যবহার করা হত ওই হেলিকপ্টারটি। গতকালও প্রশিক্ষণই চালাচ্ছিলেন ওই দুই পাইলট। ওই হেলিকপ্টারে পাইলটরা ছাড়াও তাই ছিলেন কয়েকজন প্রশিক্ষক।কিন্তু টেক অফের কয়েক সেকেণ্ডের মধ্যেই ঘটে বিপত্তি।বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দৌড়ে আসে উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে থাকা প্রশিক্ষকদের হাসপাতালে নয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার জেরে কার্যতই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং সংশ্লিষ্ট দপ্তরে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে যান্ত্রিক গোলযোগের কারণেই ঘটে এই।মারাত্মক দুর্ঘটনাটি। পুরো ঘটনাটির বিশদে প্রযুক্তিগত তদন্ত করা হবে বলেই জানিয়েছে ছত্তিশগড় সরকার। দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারকে সাহায্য করার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর