প্রকাশিত হল ভারতের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় এর নাম, তালিকায় পশ্চিমবঙ্গের এই বিশ্ববিদ্যালয়

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বে উচ্চশিক্ষার মান যাচাই করতে প্রতি বছর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে QS Quacquarelli Symonds। এটি হল বিশ্ব উচ্চশিক্ষার একটি থিঙ্ক-ট্যাঙ্ক এবং পরামর্শদাতা। বিভিন্ন স্তরে পরীক্ষা চালিয়ে গোটা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলির মান যাচাই করে এই সংস্থা। তার উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং (QS world university ranking 2023) প্রকাশ করে।

কীভাবে যাচাই করা হয় বিশ্ববিদ্যালয়গুলির মান? কতগুলি জিনিস দেখে পরিমাপ করা হয় এই মান। যেমন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান কেমন। নিয়োগকর্তা হিসেবে কেমন মান। শিক্ষক-পড়ুয়া অনুপাত কেমন। বিদেশি শিক্ষকের অনুপাত এবং বিদেশি পড়ুয়াদের অনুপাত ইত্যাদি।

এ বছরও ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে QS। এই র‍্যাঙ্কিংকে বলা হয় QS বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং। তাতে দেখা গিয়েছে, বিগত ১১ বছরের রেকর্ড ধরে রেখেছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT। এ বছরও তারা প্রথম স্থান দখল করেছে।

University Students পাশাপাশি, গত বছরের মতো এ বছরও কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রথম ১০০ তে জায়গা করে নিতে পারেনি। তবে প্রথম ২০০ তে রয়েছে IISc বেঙ্গালুরু, IIT বোম্বে এবং IIT দিল্লি। QS র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় কোনগুলি? দেখে নিন তালিকা।

১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। র‍্যাঙ্ক – ১৮৬

২. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। র‍্যাঙ্ক – ১১৭

৩. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি। র‍্যাঙ্ক – ১৮৫

৪. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ। র‍্যাঙ্ক – ২৫৫

৫. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর। র‍্যাঙ্ক – ২৭৭

৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। র‍্যাঙ্ক – ২৮০

University students graduation

৭. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকী। র‍্যাঙ্ক – ৪০০

৮. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি। র‍্যাঙ্ক – ৩৯৫

৯. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর। র‍্যাঙ্ক – ৩৯৫

১০. দিল্লি বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্ক – ৫০১ থেকে ৫১০

প্রসঙ্গত, ভারতের মাত্র ২৭টি বিশ্ববিদ্যালয় এই তালিকার প্রথম ১০০০-এ স্থান পেয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় কিছুটা বেড়েছে সংখ্যাটা। গত বছরের র‍্যাঙ্কিং তালিকায় ২০টি ভারতীয় বিশ্ববিদ্যালয় জায়গা করতে পেরেছিল। তার আগে ২১টি, ২০২০ সালে ২৩টি, ২০১৯ সালে ২৪টি এবং ২০১৮ সালে ২০টি। যে ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে তালিকায় রাখা হয়েছে, তার মধ্যে ১১টি IIT রয়েছে। সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮টি IIT, ১টি IISc এবং ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর