এবার ২০ লক্ষ থেকে ৬০ লক্ষ লোক পেতে চলেছে পেনশন, নতুন প্রকল্পের ঘোষণা মমতার

ফের আরেক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্ধায়। গত মঙ্গলবার কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেন। বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন  তিনি। জয়বাংলা প্রকল্প এদিন থেকেই শুরু করা হচ্ছে। এবারের বাজেটেও  এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিলো  । কোনও পেনশন না পাওয়া তফশিলি জাতি পরিবারের সদস্য ৬০ বছর পূর্ণ হলে মাসে মাসে হাজার টাকা করে পেনশন হিসেবে পাবেন।business conclave bengal minister mamata banerjee addresses 26214048 1d95 11ea bfdc 71fa74a30dfeআর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল তফশিলি জাতিদের জন্য সুবিধা তুলে দেওয়া। এর আগে তিনি তফশিলিদের জন্য অনেক সুবিধা দিয়েছেন। পাশাপাশি রাজ্যের পিছিয়ে পরা জনতার জন্য তিনি অনেক কিভহু কাজ করেছেন।
বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা,যে কোনও পেনশন স্কিমকেই এবার একটি গোটা বিষয়ের মধ্যে আনা হচ্ছে। রাজ্যের সব বাসিন্দাই মূলত যাদের বয়েস ৬০, তারা  এই প্রকল্পের অধীনে মাসিক এক হাজার টাকা করে পেতে পারেন বলে জানানো হয়েছে। রাজ্যের ২০২০-২১ সালের বাজেটে এই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চলতি মাস পেড়িয়েই আগামি ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা।এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে ১,২০০ কোটি টাকা। আর বিশেষ সুবিধা হল আগে মানুষ সুবিধা পেতেন। আর তার পাশাপাশি ২০ লক্ষ মানুষ পেতেন পেনশনের টাকা। কিন্তু এবার ৬০ লক্ষ মানুষ পেতে চলেছেন পেনশনের টাকা।

সম্পর্কিত খবর