দেশে সাতটি নতুন রুটে চলবে হাই স্পিড বুলেট ট্রেন, ট্রাকের জন্য জমি অধিগ্রহণ করবে NHAI

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ে (Indian Railways) এক বিরাট অগ্রগতির দিকে এগোচ্ছে। করোনা কালকে কাজে লাগিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। দ্রুতগতির বুলেট ট্রেনের (High-speed rail) নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে অবতীর্ণ হয়েছে ভারত।

ভারতের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের সাথে চলছে জমি বিষয়ে আলোচনাও। বুলেট ট্রেনের জন্য দেশের ৭ টি নতুন রুটে গুরুত্বপূর্ণ একটি বিশাল নেটওয়ার্ক নির্মান হতে চলেছে।

শীঘ্রই শুরু হবে এই প্রকল্প
সূত্র মারফত জানা যায়, NHAI শীঘ্রই এই রেল পরিকল্পনা বাস্তবে রূপায়িত করার জন্য জমি নির্বাচন শুরু করবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নেতৃত্বে শুরু হব এই কাজ। এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে ৪ সদস্যের গঠিত একটি কমিটি। এই কমিটি ভূমি অধিগ্রহণ এবং ব্যয় ভাগাভাগি করার বিষয়ের উপর কাজ করবে।

রেলওয়ে রুট
দিল্লী থেকে বারানসী হয়ে নয়ডা, আগ্রা এবং লখনউ, লুধিয়ানা এবং জলন্ধর হয়ে অমৃতসর, দিল্লী থেকে জয়পুর উদয়পুর হয়ে আহমেদাবাদ, মুম্বই থেকে নাসিক হয়ে নাগপুর, দিল্লী থেকে চন্ডিগড়, বারানসী থেকে পাটনা হয়ে হাওড়া, মুম্বাই থেকে পুনে হয়ে হায়দ্রাবাদ এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু হয়ে মহীশুর অবধি তৈরি হবে এই রেল পথ।

বর্তমান ভারতীয় রেলওয়ে বোর্ড NHAI-কে বুলেট ট্রেন চালানোর জন্য হাই-স্পিড রেল করিডোরের বিষয়ে জানিয়েছে। বিস্তারিত জানার পর অভিজ্ঞ নোডাল অফিসার নিয়োগ করতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর