চীনের আরেক শিল্পকে কেড়ে নিল যোগী রাজ্য, এবার আগ্রাতে তৈরি হবে হাই স্পিড পাম্পিং সেট

বাংলাহান্ট ডেস্কঃ চীনকে (China) বয়কট করতে এবার আগ্রার (Agra) তাজনগরীতেই নির্মাণ করা হবে হাই স্পিড পাম্পিং সেট। ভারত চীন সীমান্তে লাগাতার চাইনিজ সেনার অনুপ্রবেশের পর সংঘাতের জেরে ভারত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাছাড়াও করোনা ভাইরাসের মতো ভয়াবহ মহামারির উৎপত্তি স্থল হওয়ার কারণেই, চীনা দ্রব্য এবার বয়কটের পথে এগোচ্ছে ভারত, এমনটা ধারণা করা হচ্ছে।

আগ্রায় প্রস্তুত হবে পাম্প সেট
আগ্রাতে বছরে প্রায় ২০০ কোটি মূল্যের পাঁচ থেকে নয়টি অশ্বশক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন আড়াই লক্ষ পাম্প সেট চীন থেকে আমদানি করা হত। এই পাম্প সেটগুলি সাধারণত মাঠের কাজে ব্যবহৃত হয়। হালকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই পাম্পগুলির এক একটির দাম প্রায় আট হাজার টাকা। এবার থেকে এই পাম্প আগ্রার তাজনগরীতেই প্রস্তুত করা হবে।

প্রস্তুতি চলছে জোরকদমে
আগ্রায় এই প্রকল্প শুরু করার জন্য ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। চীনের আদলে এই হাই স্পিড পাম্পিং সেট তৈরি করার জন্য প্রস্তুত করা হয়েছে ব্লুপ্রিন্টও। হিসাব করে দেখা গেছে ইউনিট স্থাপনে ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা। এ ছাড়া এই পাম্প সেট তৈরির জন্য প্রয়োজনীয় দ্রব্য জেনারেটর, কাঁচা মেশিন, স্প্রেয়ার ইত্যাদিতে ব্যবহৃত এক থেকে দশ হর্সপাওয়ার ইঞ্জিনও তৈরি করা হবে এখানে।

শীঘ্রই শুরু হবে প্রকল্পের কাজ
পাম্প নির্মাণের প্রাক্কালে জেলা সাধারণ সম্পাদক বিজয় গুপ্ত জানালেন, আগ্রায় এই প্রকল্পের আয়ত্তায় বহু মানুষ কর্মের সন্ধান পাবেন। এবং অপরদিকে চিন এই ব্যবসা বন্ধ হওয়ার ফলে বড় ধাক্কা পাবে। ক্ষুদ্র স্কেল ইন্ডাস্ট্রিজ ভারতী আগ্রার সভাপতি ভূবেষ আগরওয়াল বলেছেন, উচ্চ গতির পাম্পিং সেটগুলি তৈরির এই প্রকল্পে তাকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। অতি শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর