তুড়ি মেরে জিতিয়ে দেন কেস! দৈনিক পারিশ্রমিক ১৫ লক্ষ টাকা, ইনিই হলেন ভারতের সবচেয়ে দামি উকিল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য আমরা অনেকেই শরণাপন্ন হয়ে থাকি আইনজীবীদের। এই মুহূর্তে আমাদের দেশে এমন বেশ কিছু প্রসিদ্ধ আইনজীবী রয়েছেন যাঁদের একদিনের পারিশ্রমিক শুনলে চমকে উঠতে পারেন যে কেউ। সাধারণ খুন-জখমের কেস শুধু নয়, ভারতের (India) এই দুঁদে আইনজীবীরা আন্তর্জাতিক ক্ষেত্রেও লড়াই করেছেন দেশের হয়ে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ করা হয়েছে ভারতের (India) সবথেকে দামি আইনজীবীদের (Advocate) একটি তালিকা। হরিশ সালভে থেকে কপিল সিব্বল, তালিকায় রয়েছে ভারতের নামিদামি উকিল বাবুদের নাম।

দেশের (India) সবথেকে ‘দামি’ আইনজীবীরা :

হরিশ সালভে : ‘কর্পোরেট ল’ইয়ার’ হিসাবে প্রসিদ্ধ হরিশ সালভের দূরদর্শনের সম্প্রচার সত্ত্ব ও আম্বানী ব্রাদার্সের গ্যাস মামলা আজও আলোচিত। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবেও গুরুদায়িত্ব পালন করেছেন হরিশ সালভে। এক একটি সিটিংয়ে হরিশ সালভের ‘দক্ষিণা’ ১২ থেকে ১৫ লক্ষ টাকা।

Highest paid advocate in India.
হরিশ সালভে

মুকুল রোহতগি : দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক মামলাগুলির অন্যতম বড় মুখ মুকুল রোহতগি। সম্প্রতি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের মাদক মামলায় লড়েছিলেন মুকুল রোহতগি। এক একটি সিটিংয়ে মুকুল রোহতগির পারিশ্রমিক ১০-১২ লক্ষ টাকা।

অভিষেক মনু সিংভি : ভারতের আইনি ইতিহাসে অভিষেক মনু সিংভির লড়া ‘জাতীয় পতাকা মামলা’ এক অনন্য দৃষ্টান্ত। জাতীয় কংগ্রেসের সদস্য অভিষেক মনু সিংভির পারিশ্রমিক ৮-১০ লক্ষ টাকা।

আরও পড়ুন : টোটো নিয়ে কড়াকড়ি! এবার একগুচ্ছ নির্দেশিকা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী

কপিল সিব্বল : ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুখ কপিল সিব্বল। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সিব্বল লড়েছেন একাধিক গুরুত্বপূর্ণ মামলা। প্রতি সিটিং পিছু কপিল সিব্বলের পারিশ্রমিক ৮-১০ লক্ষ টাকা।

আরও পড়ুন : দোলেই ধামাকা! এক ধাক্কায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার, মিলবে বকেয়াও

ফলি এস নারিম্যান : ভারতীয় সংবিধান একেবারে নখদর্পণে ছিল এই আইনজীবীর। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়ে খ্যাতি অর্জন করেছিলেন ফলি এস নারিম্যান। জানা যায়, এক একটি  ‘হিয়ারিং’-এর জন্য ৮ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন ফলি এস নারিম্যান। সিন্ধু জল চুক্তি মামলায় ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দুঁদে উকিলবাবু। তবে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি না ফেরার দেশে চলে যান।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X