নাভিশ্বাস সাধারণ মানুষের, এক লাফে ৫০ টাকা বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম

বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘুম কেড়েছে আম আদমির। এরই মধ্যে মধ্যবিত্তের জন্য আবারও দুঃসংবাদ। লাগাতার বাড়তে থাকা পেট্রোল ডিজেলের দামের মধ্যেই এবার লাফিয়ে বাড়ল ঘরোয়া রান্নার এলপিজি সিলিন্ডারের দাম। ৭মে থেকে ১৪.২ কেজির সিলিন্ডার (LPG GAS Cylinder) প্রতি দাম বাড়তে চলেছে ৫০টাকা (Indian Rupee)। এক ধাক্কায় বাড়ির রান্নার গ্যাসের দাম এতখানি বাড়ায় যে মাথায় হাত সাধারণ মানুষের তা আর নতুন কতে বলার দরকার হয় না।

এর আগেও ২২ মার্চ রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৫০ টাকা। কিন্তু এই ডোমেস্টিক এলপিজি।সিলিণ্ডারে ভর্তুকি অধিকাংশ যায়গায় অত্যন্ত কম হওয়ায় বা না থাকায় তখনই নাভিশ্বাস উঠতে শুরু করেছিল মধ্যবিত্তের। এরপর আবারও মে মাসের প্রথম সপ্তাতেই দাম বাড়ল ৫০ টাকা। ফলে এখন কলকাতায় একটি ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডার কেনার জন্য গুনতে হবে ১০২৬ টাকা।

ইউক্রেনের উপর রুশ আক্রমণের পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু হয়ে দাঁড়ায় ১০০ ডলার। এরপর ভারতের ৫ রাজ্যে বিধানসভা ভোট মেটার পরই ২২ মার্চ থেকে লাফিয়ে বাড়তে থাকে পেট্রোল ডিজেলের দামও। কিন্তু মাঝে দিন কয়েক থমকে রয়েছে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। কিন্তু তাতেও স্বস্তির নিশ্বাস নেওয়ার জো কোথায় সাধারণ মানুষের! মূল্যবৃদ্ধির আগুন এবার দাউদাউ করেই লাগল আম আদমির হেঁসেলে। এদিনের এই মূল্যবৃদ্ধির পর স্বভাবতই দুঃশ্চিতার ভাঁজ মানুষের কপালে।

প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে গত ১ মে সিলিন্ডার পিছু ১০৩ টাকা বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিণ্ডারের দাম।গত বছর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদও বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অক্টোবর ২০২১ থেকে ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে এই সিলিন্ডার গুলির দাম বেড়েছে মোট ১৭০ টাকা। দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যেখানে অক্টোবর মাসে ১৭৩৬ টাকা ছিল নভেম্বরে তা বেড়ে হয়ে দাঁড়িয়েছিল ২০০০ টাকা। যদিও ফেব্রুয়ারি মাসে দাম কমে সিলিন্ডারের। এর আগে ১ মার্চ আবারও ১০৫ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাসের। তারপর ২২ মার্চ দাম ৯ টাকা কমলেও ১ এপ্রিল একধাক্কায় লাফিয়ে তা বেড়ে যায় ২৫০ টাকা। ১ মে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির পর এক সপ্তাহের মধ্যেই চড়ল ঘরোয়া এলপিজি সিলিণ্ডারের দরও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর