কৃষকদের সমর্থন বন্ধ করবেন না, লালকেল্লায় ‘তাণ্ডবের’ পর দেশবাসীকে আর্জি অভিনেত্রী হিমাংশি খুরানার

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষ থেকেই কেন্দ্রের নয়া কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশের কৃষক সংগঠনগুলি (farmers protest)। প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর র‍্যালি নিয়ে দিল্লির লালকেল্লায় প্রবেশ করে নিজেদের দাবিতে সোচ্চার হয়ে ওঠে কৃষকরা। ইতিমধ‍্যেই বলিউডের (bollywood) বহু তারকাকে দেখা গিয়েছে কৃষক আন্দোলনের পক্ষে সরব হতে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী হিমাংশি খুরানা (himanshi khurana)।

এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন হিমাংশি। নিজের প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই কৃষক আন্দোলনের সপক্ষে মুখ খুলেছেন তিনি। নিজের অনুরাগীদের উদ্দেশে তাঁর অনুরোধ, কৃষকদের সমর্থন করা বন্ধ না করতে। তবে সোশ‍্যাল মিডিয়ায় এই বার্তা দেননি হিমাংশি। বরং পাপারাৎজির ক‍্যামেরার সামনেই কৃষক আন্দোলন প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

889709 himanshi khurana
হিমাংশি বলেন, “আজ মন একদম ভাল নেই। আপনারা কৃষকদের সমর্থন করতে থাকুন।” এতটা বলেই ক‍্যামেরার সামনে থেকে সরে যান অভিনেত্রী। তাঁর মুখ দেখেই মনের ব‍্যাকুলতা স্পষ্ট বোঝা গিয়েছে। তবে প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের তাণ্ডব রূপ দেখেই কি হিমাংশির বিষন্নতা? তার উত্তর মেলেনি।

দীর্ঘ সময় ধরেই কৃষক আন্দোলনকে সমর্থন করে আসছেন হিমাংশি। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই এই বিষয়ে সরব হতে দেখা যায় তাঁকে। এমনকি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি তিনি। পরে হিমাংশিকে ব্লকও করে দেন কঙ্গনা। এক বার আন্দোলনেও শামিল হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখান থেকে ফিরে করোনা আক্রান্ত হন তিনি। তবে এখন সুস্থই রয়েছেন হিমাংশি।

অপরদিকে ‘কৃষকরূপী সন্ত্রাসবাদী’দের বিরুদ্ধে গর্জে উঠেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা বলেন, করোনাকে জয় করে ভারত এগিয়ে চলেছিল। গোটা বিশ্বের কাছে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু আজ প্রজাতন্ত্র দিবসের মতো একটা দিনে কৃষকরূপী সন্ত্রাসবাদীরা যা করেছে তার জন‍্য দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। লাল কেল্লা থেকে যেসব ছবি সামনে আসছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

কঙ্গনা আরো বলেন, এই সন্ত্রাসবাদীরা লাল কেল্লায় জোর করে ঢুকে তাণ্ডব চালিয়েছে, খালিস্তানের পতাকা উত্তোলন করেছে। এই দেশের আর কিছু হবে না। কেউ যদি এই দেশকে উন্নতির দিকে এক ধাপ।এগিয়ে নিয়ে যায় তাহলে অন‍্যরা ফের পেছনে টেনে আনে। গোটা বিশ্বের কাছে আমাদের দেশ, আমাদের সংবিধান, সুপ্রিম কোর্ট হাসির পাত্র হয়ে উঠেছে।

কঙ্গনা জোর গলায় দাবি করেন, যারা যারা এই কৃষক আন্দোলনকে সমর্থন করছে সবাইকে ধরে জেলে ঢোকানো হোক। কৃষক আন্দোলনের সমর্থকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর