হিন্দু দেবদেবীদের ছবি এবার কোমড আর পাপোশে, আমাজনকে বয়কটের ডাক নেটিজেনদের

 

বাংলা হান্ট ডেস্ক :- চেয়েছিলেন ডিজাইনে ভ্যারাইটি আনতে আর তাতেই ঘটল বিপত্তি, অনলাইন ক্রয় সংস্থা অ্যামাজন এখন মহাসংকটে। বিক্রয় এর পরিমাণ সর্বোচ্চ করার জন্য হিন্দু দেব-দেবীদের ছবি ব্যবহার করলেন তারা পাপোস আর কোমোডের ঢাকনা তে। ফলস্বরূপ প্রতিবাদে সোচ্চার হয়ে এই সাইট বয়কটের ডাক দিলেন নেটিজেনরা।

 

অনলাইনে দ্রব্য সামগ্রী কেনার জন্য খুবই উপযোগী সংস্থা হল এই অ্যামাজন।কিন্ত এরকম হিন্দু দেবদেবীদের ছবি নিয়ে নতুনত্ব আনতে গিয়েই পড়লেন তারা মহা ফাপরে। একাধিক পোস্টে নেটিজেনরা দাবি করেছেন যে, হিন্দু দেবদেবীদের নিয়ে এরম জিনিসপত্র তাদের আবেগকে যথেষ্ট আঘাত করেছে।

9f5c7 img 20190518 wa0038 4

প্রসঙ্গত তাই দেব দেবীদের ছবি লাগানো কোমোডের ঢাকনা এবং পাপোস ইত্যাদি দ্রব্যসামগ্রী সাইট থেকে সরিয়ে ফেলার আবেদন জানিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়াতে এই আলোচোনা এখন প্রায় তুঙ্গে অনেকে #BoycottAmazon লিখে এই সাইট থেকে দ্রব্য সামগ্রী ক্রয় না করার জন্য আন্দোলন শুরু করেছেন।

সম্পর্কিত খবর