মুসলিম নারীকে আশ্রয় দেওয়ায় একঘরে করা হল হিন্দু পরিবারকে

বাংলাহান্ট ডেস্ক: নজরুল লিখেছেন, “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি,হিন্দু তাহার প্রান।”

   

দেশজুড়ে জ্বলছে সাম্প্রদায়িকতার আগুন। সেখানে সাম্প্রদায়িকতার উর্ধ্বে গিয়ে মানবতা দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করল এক হিন্দু পুরোহিত পরিবার। মানবতা দেখিয়ে এক মুসলিম নারী কে আশ্রয় দেওয়ায় একঘরে করা হলো ও হিন্দু পরিবারকে। হিন্দু পরিবারকে একঘরে করে দেওয়ায় ওই পুরোহিতের রোজগারের উপায়ও প্রায় বন্ধ হতে চলেছে।

মুর্শিদাবাদের চোঁয়াতে সখিনা বিবিকে তার দুই সন্তানসহ এক কাপড়ে ঘরছাড়া করে তার স্বামী। সখিনা বিবি ও তার দুই সন্তানকে রাস্তায় অসহায় হয়ে বসে থাকতে দেখেন সুভাষ রায় চৌধুরী নামের ওই পুরোহিত। ওই পুরোহিত সখিনা বিবি ও তার দুই সন্তানকে নিজের বাড়িতে আশ্রয় দেন। মুসলিম মহিলাকে হিন্দু পরিবারে আশ্রয় দেওয়া অনেকেই ভালো চোখে দেখেননি। এখন ওই পুরোহিত যেখানেই পুজো করতে যাচ্ছেন সেখানে সবাই তাকে ফিরিয়ে দিচ্ছেন।

সুভাষ বাবু এই প্রসঙ্গে বলেন, “ঘরহারা একটা মেয়ে রাস্তায় এভাবে ঘুরছে, চোখ সইল না। তাই মুসলিম হলেও দুটো নাবালক বাচ্চা সহ তাকে ঘরে ঠাঁই দিয়েছি। আমার কাছে ওটাই যে সবচেয়ে বড় ধর্ম। ”

গ্রামের মাতব্বররা অবশ্য এই মেলবন্ধন মেনে নিতে পারছেন না। সুভাষ বাবুকে এক ঘরে করে দিয়েছিল তারা।

পুরোহিত সুভাষ বাবুর এই মানবিকতার কথা স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছেছে। স্থানীয় এক বিডিও কর্তা বলেছেন,’অসামান্য সাহস দেখিয়েছেন সুভাষ বাবু। আমরা সরকারের পক্ষে ওই পরিবারকে সব রকম সহযোগিতা করব। ‘

সম্পর্কিত খবর