‘হিন্দুরা শান্তিপ্রিয়, জেহাদের মতো কোনও কিছুতে বিশ্বাসী নয়! দাঙ্গা করে না” বড় মন্তব্য হিমন্তর

বাংলা হান্ট ডেস্কঃ মোদী রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচন ( Assembly Election )। বৃহস্পতিবার গুজরাটের প্রথম দফার ভোটগ্রহণের পর দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এরই মাঝে নিজের দলের পাশে দাঁড়াতে শাহর ‘উচিত শিক্ষা’ প্রসঙ্গে সমর্থন জানাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ( Himanta Biswa Sarma)।

   

‘ হিন্দুরা দাঙ্গা করে না।’ এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এমনটাই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি, দেশজুড়ে গুজরাট (Gujarat) দাঙ্গা নিয়ে অমিত শাহর ‘উচিত শিক্ষা’ মন্তব্যে যথেষ্ট উত্তাল দেশের রাজনীতি। এর মাঝে দলকে সমর্থনে বড় মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার শাহর ‘উচিত শিক্ষা মন্তব্য প্রসঙ্গে এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেন, “হিন্দুরা সাধারণত দাঙ্গা করে না। ২০০২ সালের পর রাজ্যে শান্তি স্থাপন করতে একগুচ্ছ পদক্ষেপ করে গুজরাট সরকার। দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শান্তি বিরাজ করছে। এখন আর সেখানে কোনও কারফিউ হয় না।”

প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লির শ্রদ্ধা হত্যা কাণ্ড নিয়ে মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী। বলেন, দেশে শক্তিশালী নেতা না থাকলে, শহরে শহরে আফতাব তৈরি হবে। তাই ২০২৪’র লোকসভা ভোটে ফের নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করা দরকার। ”

এদিন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যেকে সমর্থন করে তিনি আরও বলেন ,“ হিন্দুরা শান্তিপ্রিয় সস্প্রদায়। জেহাদের মতো কোনও কিছুতে হিন্দুরা বিশ্বাসী নয়। হিন্দু সম্প্রদায় কখনই দাঙ্গায় শামিল হয় না।” এদিকে, খুনি আফতাব পুনাওয়ালাকে নিয়ে লাভ জেহাদ প্রসঙ্গে হিমন্ত বলেন, “লাভ জেহাদকে উপেক্ষা করে আসলে তোষণের রাজনীতি করা হচ্ছে। বামমনস্কদেরই মনে হতে পারে এটা সাম্প্রদায়িক মন্তব্য। কিন্তু বিষয়টা মহিলাদের নিরাপত্তাপর। লাভ জেহাদের প্রমাণ রয়েছে। পলিগ্রাফ টেস্টে আফতাব নিজে বলেছে, এই কাজ (খুন) করলে সে জন্নতে যাবে।”

Himanta Biswa Sarma,Assam,Assam CM,Jihad,Hindu's Do Not Normally Contribute to Riots Says Himanta Biswa Sarma,হিমন্ত বিশ্বশর্মার,আসাম,আসাম মুখ্যমন্ত্রী,'হিন্দুরা দাঙ্গা করে না’,মন্তব্য হিমন্ত বিশ্বশর্মার

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দিন দিন দেশে হিন্দুত্বের এক প্রধান মুখ হয়ে উঠেছেন হিমন্ত বিশ্বশর্মা। তবে এই প্রসঙ্গে, বিরোধী দলগুলি অবশ্য পাল্টা খোঁচায় বিঁধেছেন তাকে। বিরোধীদের অভিযোগ, গুজরাট নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোট টানতে মেরুকরণের তাস খেলছে বিজেপি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর