দল বদল যুব তৃণমূলের সহ সভাপতির, বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ‍্যায়! গুঞ্জন তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: দল বদলাচ্ছেন টলিউড (tollywood) অভিনেতা হিরণ চট্টোপাধ‍্যায়ও (hiran chatterjee)। তৃণমূল (tmc) ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দিতে চলেছেন, এমনটাই খবর জানা গিয়েছে সম্প্রতি। এতদিন যুব তৃণমূল কংগ্রসের সহ সভাপতি ছিলেন তিনি। এবার সবুজ রং বদলে হঠাৎ করেই গেরুয়ার দিকে মুখ ঘোরালেন হিরণ। এমনটাই জল্পনা শুরু হয়েছে।

অপরদিকে শোনা যায়, আজই তৃণমূল থেকে বহিষ্কৃত রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে একই বিমানে দিল্লি পাড়ি দিয়েছেন রুদ্রনীল ঘোষ। আজই তাঁর বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে টলিউড তথা রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে রুদ্রনীলের বিজেপি যোগদানের গুঞ্জন নিয়ে। বেশ কয়েকবার অভিনেতা নিজেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ব‍্যাপারে। অবশেষে আজই সম্ভবত আসতে চলেছে মাহেন্দ্রক্ষণ।

hiran
এর আগেই রুদ্রনীল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় যেখানে যাবেন তিনিও সেখানেই যাবেন। দুজনের সখ‍্যতার কথা কারোরই অজানা নয়। টলিউডের এক অভিনেতার পার্টিতেও একত্রে দেখা যায় রুদ্রনীল, রাজীব ও শুভেন্দু অধিকারীকে। জল্পনা তুঙ্গে তুলে নেতাজি জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফিও তোলেন রুদ্রনীল।

এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে মানুষ একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ‍্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সেলফি পোস্ট করা নিয়ে চরম ট্রোলড হতে হয়েছিল রুদ্রনীলকে। কিন্তু কোনো উচ্চবাচ‍্য করেননি তিনি। কারণ রুদ্রনীলের মতে, এসবই নির্বাচন পর্যন্ত চলবে। সব মিটে গেলেই সবার কাছে ফের তিনি একজন অভিনেতা।

অপরদিকে শুক্রবার বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। এদিন সাদা শার্ট, কালো জহর কোট ও জিন্সে দেখা গেল কৌশিককে। বিজেপির রাজ‍্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন‍্যান‍্য নেতারাও।

নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগদান নিয়ে ‘সৌজন‍্য’ বলেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। অনেক জায়গায় থেকে প্রস্তাবও পাচ্ছিলেন। কিন্তু মনস্থির করে উঠতে পারেননি এতদিন। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান কৌশিক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর