অসম-নাগাল্যান্ড সীমান্তে বিবাদ মেটাতে ঐতিহাসিক পদক্ষেপ দুই রাজ্যের সরকারের, জানালেন হিমন্ত

বাংলা হান্ট ডেস্কঃ আসাম মিজোরাম বিবাদ নিয়ে একদিকে যখন সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, তখনই অন্যদিকে আসাম এবং নাগাল্যান্ডের সীমান্ত বিবাদ নিয়ে বড় এক সমস্যার সমাধান হলো। আসাম এবং নাগাল্যান্ডের সীমান্ত সমস্যা রীতিমতো ঐতিহাসিক। বহুদিন ধরেই কার্যত সীমানায় সমস্যা চলে আসছে দুই রাজ্যের মধ্যে। এমনকি মামলা গড়িয়েছে সুপ্রিমকোর্ট অবধি। অবশেষে এ বিষয়ে বড় পদক্ষেপ নিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেউফিউ রিও।

মিটল বিবাদ, ৫১২ কিলোমিটার ব্যাপী সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল দুই রাজ্যই। গতকাল ভারচুয়াল বৈঠকে দুই রাজ্যের সচিবালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আর তারপরেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, “শান্তি স্থাপনের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ। অসম-নাগাল্যান্ড সীমানা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দুই রাজ্যই।” সাথে সাথেই তিনি সমস্ত কৃতিত্ব দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেউফিউ রিওকে।

জানা গিয়েছে, জনখানা নালা এবং পার্বত্য এলাকার জঙ্গলে এবার থেকে নজরদারির জন্য টাওয়ার বসাতে পারবে আসাম বনদপ্তর। এছাড়া নাগাল্যান্ডের যে বাসিন্দারা এখানে যে ঝুপড়ি গড়ে তুলেছেন তাও ভেঙে দেওয়া হবে। শুধু তাই নয়, সমস্ত ধরনের পরিকাঠামো এবং অস্ত্রশস্ত্র ও সৈন্যবল সরিয়ে নেওয়া হবে। সীমানায় মূলত, নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমে।

আসাম-মিজোরাম সীমান্ত,সীমান্ত সমস্যা,আসাম,মিজোরাম,হিমন্ত বিশ্ব শর্মা,Assam Mizoram dispute,Assam,Mizoram,border dispute,Hemant Bishwa Sharma,Nagaland,নেউফিউ রিও,আসাম নাগাল্যান্ড,Assam Nagaland

তবে আসাম নাগাল্যান্ড সমস্যা মিটলেও এখনো অব্যাহত আসাম মিজোরাম দ্বন্দ্ব। একদিকে যেমন বিজেপির সরকার রয়েছে আসামে, তেমনই বিজেপি সমর্থিত সরকার রয়েছে মিজোরামেও। কিন্তু তাও ক্রমাগত বেড়ে চলেছে সীমান্ত সমস্যা। এমনকি গত ২৬ জুলাই মিজোরাম গুলিতে নিহত হয়েছেন ৬ জন আসাম পুলিশের আধিকারিক। তারপরই সমস্যা রীতিমতো বড় আকার ধারণ করেছে। এমনকি আসামের নাগরিকদের মিজোরাম যাওয়াও নিষিদ্ধ ঘোষণা করেছে আসাম সরকার। এখন এই সমস্যা কতদিনে মেটে সেদিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর