ধোনি, বিরাট কোহলিদের পেছনে ফেলে T-20 ফরম্যাটে এই বিশেষ রেকর্ড গড়লেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং দ্বিতীয় ম্যাচটি ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে ভারতীয় ব্যাটিং। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। কিন্তু ওপেনিং জুটি থেকেই রাহুল এবং রোহিত যে হারে আক্রমণ শুরু করেন তাতে সম্পূর্ণরূপে ব্যাকফুটে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ইনিংস যখন শেষ হয় তখন দক্ষিণ আফ্রিকার পুরোটাই প্রায় শেষ হয়ে গিয়েছিল।

কাল বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের পাশাপাশি ভালো ব্যাটিং করেন রোহিত শর্মাও। লোকেশ রাহুল এবং রোহিত শর্মার পার্টনারশিপের ক্ষেত্রে আমরা বেশির ভাগই দেখে থাকি যে রোহিত আক্রমণ করছেন এবং রাহুল একটা দিক ধরে রেখেছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অবশ্য কাল সম্পূর্ণ অন্য চিত্র দেখা গিয়েছে। কাল লোকেশ রাহুল আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতরান করেছিলেন। যদিও ম্যাচের পরবর্তী অংশে সূর্যকুমার যাদব সেই রেকর্ড ভেঙে দেন।

রোহিত কাল রাহুলের আগ্রাসন দেখে আশ্চর্য রকমের শান্ত ছিলেন। কাল ৩৭ বলে ৭টি চার একটি ছক্কা সহযোগে ৪৩ রানের একটি ভদ্রস্থ ইনিংস খেলে ফেলেছেন তিনি। কেশব মহারাজের বলে স্লগ সুইপ করতে গিয়ে তিনি মিড উইকেটে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন। ততক্ষণে অবশ্য একটি রেকর্ড নিজের নামে করে ফেলেছেন রোহিত।

KL Rahul,Rohit Sharma,Hitman,Team India,India win,India vs South Africa

আজ পর্যন্ত কোন ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি ফরম্যাটে শুধুমাত্র অধিনায়ক থাকাকালীন ৫০০ রানের দেখা পাননি। মহেন্দ্র সিংহ ধোনি কিংবা বিরাট কোহলি কারোরই এই রেকর্ড নেই। কিন্তু কাল রোহিত শর্মা এই মাইলফলক ছুঁয়েছেন। কাল মাত্র ৪ রান করা মাত্র রোহিত এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে। এই মুহূর্তে ব্যাট হাতে রোহিতের মূল সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব। কিছু ভালো ইনিংস তিনি যে খেলছেন না এমনটা নয়, কিন্তু টানা দুই বা তিন ম্যাচ ধরে পারফরম্যান্স করতে আপাতত ব্যর্থ হচ্ছেন হিটম্যান।

কাল রোহিত এবং রাহুল জুটি ১০ ওভারে ৯৬ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়েছিল। তাদের এই পার্টনারশিপ এরপর তারা দুজন আপাতত ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় উঠে গেলেন। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা জুটি হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে সচিন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের জুটির। ওয়ান ডে ফরম্যাটে এই লেখাটির রয়েছে সচিন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী জুটির। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান গড়া ছুটি এখন রোহিত এবং রাহুলের। টোয়েন্টি বিশ্বকাপে ও তাদের কাছ থেকে বেশকিছু দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ আশা করবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর