আগামী গ্রীষ্মে পাড়ি দিন বোম্বাগড়ে, হবুচন্দ্র-গবুচন্দ্রের রাজত্বে

বাংলাহান্ট ডেস্ক: ‘বলতে পারো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা’, সুকুমার রায়ের ‘বোম্বাগড়ের রাজা’ সবাই পড়েছেন। তবে সুকুমার রায়ের আগেও আরেক রাজার সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনিও বোম্বাগড়ের রাজাই বটে। তবে এই রাজা ও তাঁর মন্ত্রী দুজনেই কিন্তু সমান পরিচিত। রাজার নাম হবুচন্দ্র ও তাঁর মন্ত্রী গবুচন্দ্র। ছোটবেলায় হবুচন্দ্র-গবুচন্দ্রের গল্প পড়েননি এমন বাঙালি মনে হয় লাখে খুঁজলে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ। মা-ঠাকুরমাদের এইসব গল্প বড় হয়েও কেউ ভুলতে পারেননি। ভাবুন তো ঠাকুরমার ঝুলির গল্প যদি সিনেমার পর্দায় উঠে আসে তাহলে কেমন হয়? সেটাই হতে চলেছে। দক্ষিণারঞ্জনের হবুচন্দ্র-গবুচন্দ্রের গল্প এবার বইয়ের পাতা ছেড়ে উঠে আসছে সেলুলয়েডের পর্দায়। সৌজন্যে দেব অধিকারী। তিনিই প্রযোজনা করছেন এই ছবি। প্রকাশ্যে এসেছে সেই ছবিরই ট্রেলার।

খিচুড়িস্থান, হেসোরাম হুঁশিয়ারের দেশ, হাল্লা, শুন্ডি, নামগুলো চেনা চেনা লাগছে তো? এদের পাশেই রয়েছে বোম্বাগড়। সেখানকার রাজা হবুচন্দ্র, তাঁর ‘যোগ্য’ মন্ত্রী গবুচন্দ্র। রাজার সুন্দরী রানীও রয়েছেন, নাম কুসুমকুমারী। রাজার রাজত্বে সবাই খুশি। কিন্তু হঠাৎ ঘটল এক ঘটনা যা তোলপাড় ফেলে দিল রাজ্যে। ১ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে অনায়াসেই খুঁজে পাবেন সেই চেনা পরিচিত ছোটবেলা। গল্পের বিকৃতি প্রায় না ঘটিয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।

রাজা হবুচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। মন্ত্রী গবুচন্দ্র হয়েছেন খরাজ মুখোপাধ্যায়। রানী কুসুমকুমারীর চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রী এবং দাদামশাইয়ের থলে এই দুটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।

হাল আমলে টলিউডে রূপকথার গল্প নিয়ে তেমন ছবি বানানো হয়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক নীতিশ রায়ের ‘বুদ্ধু ভুতুম’। ঠাকুরমার ঝুলির গল্প নিয়ে তৈরি এই ছবি। এবার ফের আরেকটি রূপকথার গল্পের স্বাদ পেতে চলেছেন সিনেপ্রেমীরা। আগামী বছর ১লা মে মুক্তি পাবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর