বাঁচবে বহু পড়ুয়ার প্রাণ! র‍্যাগিং রুখতে বাংলার ছেলে শৌনক যা করলেন…

বাংলাহান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র‍্যাগিং কাণ্ডে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের ছাত্র স্বপ্ননীলের। স্বপ্ননীলের মৃত্যুর পর উত্তপ্ত বঙ্গের রাজ্য-রাজনীতি। এমন অবস্থায় বাংলার ছেলে শৌনক দাস র‍্যাগিং রুখতে গুগল অ্যাপে নয়া সংযোজন আনতে উদ্যোগী হলেন।

মহাকাশপ্রেমী বাঙালি গুগল গাইড শৌনক মঙ্গলে জমি কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার এই বাঙালি বিজ্ঞানী এগিয়ে এলেন র‍্যাগিং প্রতিরোধে। গুগল ম্যাপে কিছু বছর আগে শুরু হওয়া লোকেশন শেয়ারিং ফিচারস অপশনের মাধ্যমে যে কেউ নিজের লোকেশন শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে।

   

এই ফিচারসটিকে মাধ্যম করে এবার হুগলির (Hoogly) শ্রীরামপুরের চাতরার বাসিন্দা শৌনক বার করে ফেললেন র‍্যাগিং প্রতিরোধের পন্থা। শৌনক জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি এই টিচারসটি গুগল অ্যাপে সংযোজন করার জন্য বলেছেন google কর্তৃপক্ষকে। শৌনকের কথা অনুযায়ী এবার গুগল ম্যাপেও থাকবে প্যানিক বটন।

উদাহরণ দিয়ে এই বাঙালি বিজ্ঞানী বলেছেন, ধরা যাক হোস্টেলের কোনও রুমে চলছে র‍্যাগিং। এবার যিনি ভুক্তভোগী তিনি তার মোবাইলে একটি টাচের মাধ্যমে গুগল ম্যাপসের দ্বারা তার হোস্টেল সুপার অথবা অন্য কোনও মানুষকে অ্যালার্ট করতে পারবেন। বর্তমানে প্রায় সবার কাছেই রয়েছে অ্যান্ড্রয়েড ফোন।

তাই যে কেউ google ম্যাপসের সাহায্যে এই ফিচারসটির সুবিধা নিতে পারবেন। ভুক্তভোগির ফোনের জিপিএস যদি অন থাকে তাহলে নির্দিষ্ট মানুষের কাছে কোন রুমে এই ঘটনা ঘটছে তার খবর চলে যাবে। যদি এই ধরনের ফিচারস গুগলের সাথে যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে আটকানো যাবে র‍্যাগিং এর মতো ঘৃণ্য ঘটনা।

ragging 1

প্রসঙ্গত, কয়েক বছর আগে একটি বেসরকারি আমেরিকান কোম্পানির কাছ থেকে গুগল গাইড শৌনক মঙ্গলে জমি কিনে সবাইকে অবাক করে দিয়েছিলেন। নাসার পাঠানো রকেটের মাধ্যমে মঙ্গলে পৌঁছে যায় তার নাম, ঠিকানা। বর্তমানে মঙ্গল গ্রহে সেটি রয়েছে মাইক্রোচিপের মধ্যে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর