হুলস্থুল কাণ্ড! এক সপ্তাহের মধ্যে ডেল স্টেইনের বাড়িতে তিনবার ডাকাতির চেষ্টা।

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন অপরাধের দিক দিয়ে সারা বিশ্বে অন্যতম। এই শহর দুস্কৃতিদের স্বর্গরাজ্য নামে পরিচিত। অপরাধের দিক দিয়ে কেপটাউন সারা বিশ্বের মধ্যে অষ্টম নম্বরে অবস্থান করে। এরই মধ্যে লকডাউন আর এই লকডাউনে পাল্লা দিয়ে বেড়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে অপরাধের প্রবণতা।

কেপটাউনে অপরাধীদের দাপাদাপি এতটাই বেড়েছে যে, দুস্কৃতিদের হাত থেকে রক্ষা পান নি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ডেল স্টেইন। ডেল স্টেইন জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে দুস্কৃতিরা তার বাড়িতে তিনবার ডাকাতি করার চেষ্টা করেছে। তবে দুস্কৃতিরা তাদের কাজে সফল হতে পারে নি একবারও। জানা গিয়েছে ডেল স্টেইনের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তালা ভাঙ্গার সত্ত্বেও দুস্কৃতিরা তার বাড়ির ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে নি। তাই তিনবার চেষ্টা করেও একবারও ডেল স্টেইনের বাড়ি থেকে দুষ্কৃতীরা কিছু নিয়ে যেতে পারে নি।

18062071166421919bb10744c1f46fbfb4ab1a6f1a57fc643274dbaa8914fd4dd50a30ad3

এইদিন স্যোসাল মিডিয়ায় ডেল স্টেইন নিজের মুখে তার বাড়িতে এক সপ্তাহের মধ্যে তিনবার ডাকাতির চেষ্টার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন লকডাউনের জেরে অনেক মানুষ কাজ হারিয়েছে তাই পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এছাড়াও স্টেইন জানিয়েছেন এবারের ডাকাতির চেষ্টায় আমার মা খুব ভয় পেয়ে গিয়েছে কারন যখন বাড়ির তালা ভাঙ্গা হয় সেই সময় বাড়িতে মা একাই ছিলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর