হাউসফুলঃ এবার থাকতে হবে ওয়েটিং লিস্টে! মোদীর সভা ঘিরে প্রবল উন্মাদনা ট্রাম্পের ঘরের মাটিতে

অমিত সরকার: মার্কিন সফরে যাচ্ছেন মোদী।সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁররাষ্ট্রপুঞ্জের সাধারণসভার বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁরভারত-মার্কিন কমিউনিটির বৈঠকেও অংশ নেবেন তিনি

আগামী সেপ্টেম্বরে মার্কিন সফরে যাচ্ছেন মোদী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহেই মার্কিন মুলুকের উদ্দেশে পাড়ি দেবেন নরেন্দ্র মোদী। মুলত নিউ ইয়র্ক এবং হাউসটন শহরে যাবেন তিনি। সেখানে গিয়ে প্রথা মেনে মার্কিন প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত-মার্কিন কমিউনিটির বৈঠকেও অংশ নেবেন। সেইসঙ্গে রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, ২০ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে মোদী পৌঁছে যাবেন হাউসটনে। সেখানে বসবাসকারী ভারত মার্কিনীদের যে সম্প্রদায় তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে যোগ দেবেন তিনি

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী৷ এখান থেকেই তিনি উড়ে যাবেন রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে৷ প্রায় ৫ লক্ষ ভারতীয় বাস করেন হাউসটনে। তবে শুধু ভারতীয়রাই নন, মার্কিন নাগরিকদেরও মোদীকে নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও ৬০ জন মার্কিন প্রশাসক উপস্থিত থাকতে পারেন মোদীর শোতে৷ প্রবাসী ভারতীয়দের উদ্দ্যেশে বক্তব্য রাখবেন মোদী৷ যার নাম দেওয়া হয়েছে হাউডি মোদী৷ এই অনুষ্ঠানে ইন্দো-মার্কিন সম্পর্কের ভিত মজবুত করতে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এই ইভেন্টের আয়োজন টেক্সাস ইণ্ডিয়া ফোরাম৷

টেক্সাস ইন্ডিয়া ফোরাম নামে এক সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছ। আগামী মাসেই রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেশনে যোগ দিতে হাউসটনে যাবেন মোদী। সেই সময়ই এনআরজি ফুটবল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী
আমেরিকার হাউসটন শহরে আগামী ২২ সেপ্টেম্বর হবে সেই সভা। যার নাম ‘হাউডি মোদী’, Howdy অর্থাৎ ‘How do you do’. ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সামনে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

আর তার জন্য পাস দেওয়া শুরু হওয়ার পরই উড়ে গিয়েছে ৫০০০০ পাস। আয়োজকেরা জানিয়ে দিয়েছেন, সমস্ত টিকিট শেষ। এবার রেজিস্টার করতে হলে ওয়েটিং লিস্টে থাকতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর