প্রদর্শনের জন্য অন্য জায়গা আছে, রাস্তা জ্যাম করে প্রদর্শন বৈধ নয়! শাহিনবাগ নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা আইনের (CAA) বিরুদ্ধে রাজধানী দিল্লীর শাহিনবাগ (Shaheen Bagh) এলাকায় বিগত দুই মাস ধরে ধরনা প্রদর্শন চলছে। আর এবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট (supreme court) কড়া বার্তা দেয়। আদালত জানিয়েছে যে, যেকোন বিরোধ প্রদর্শনের জন্য এমন ভাবে রাস্তা ব্লক করা যায়না। উল্লেখ্য, শাহিনবাদে দুই মাস ধরে চলা নাগরিকতা আইনের বিরুদ্ধে ধরনায় লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে।

কারণ এই প্রদর্শনের জন্য দিল্লীকে নয়ডার সাথে যুক্ত করা প্রধান সড়ক সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে রয়েছে। কিছুদিন আগে শাহিনবাগ এলাকার মানুষেরা এই ধরনা প্রদর্শনের বিরুদ্ধে রাস্তায় নামেন। এছাড়াও সুপ্রিম কোর্টে এই ধরনা প্রদর্শনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত এই ইস্যুতে দিল্লী পুলিশ, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছে। এই মামলায় শুনানি আগামী ১৭ই ফেব্রুয়ারি করা হবে।

যদিও সুপ্রিম কোর্ট এই ধরনা প্রদর্শন তুলে দেওয়ার জন্য কোন নির্দেশ জারি করেনি। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, দুই পক্ষের কথা শোনার পরেই নির্দেশ দেওয়া হবে। এছাড়াও কড়া মনোভাব দেখিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে, কোন ধরনা আর বিরোধ প্রদর্শনের জন্য এমন ভাবে রোড ব্লক করা যায়না।

বিচারক কৌল আর বিচারক কেএম জোসেফ এর বেঞ্চ জানায়, ‘একটি আইন আছে, আর মানুষের সেটির বিরুদ্ধে অভিযোগ আছে। মামলা আদালতে চলছে। এরপরেও কিছু মানুষ রাস্তা আটকে প্রদর্শন করে চলছে। তাঁদের কাছে প্রদর্শন করার অধিকার আছে।” বেঞ্চ জানায়, ‘আপনি প্রদর্শনের নামে রাস্তা আটকে রাখতে পারেন না। রাস্তা আটকে অনিশ্চিত কাল পর্যন্ত প্রদর্শন করতে পারেন না। যদি আপনি প্রদর্শন করতেই চান, তাহলে সেটার জন্য নির্দিষ্ট স্থান আছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর