লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত, গরিব মানুষদের কিভাবে সাহায্য করছে মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই মুহুর্তে স্তব্ধ গোটা দেশের অর্থনীতি। কর্মহীন দেশের কোটি কোটি মানুষ। গরিব মানুষদের অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে মোদি সরকার। লকডাউন ঘোষনার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ঘোষনা করে ছিল অর্থনৈতিক ভাবে দূর্বল মানুষদের পাশে দাড়ানোর কথা।  প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এর আওতায় গোটা দেশ জুড়ে ৩১.৭৭ কোটি মানুষের অ্যাকাউন্টে মোট ২৮২৫৬ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

অর্থমন্ত্রকের তরফে জানা যাচ্ছে যে, কেন্দ্র সরকার ১.৭ লক্ষ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা করেছে ৷ গরিব, বিধবা মহিলা,বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি-সহ কৃষকদের অ্যাকাউন্টে আগামী তিন মাসের জন্য কিছু টাকা ট্রান্সফার করবে ৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দফতরের এক আধিকারিক ট্যুইটে সোমবার জানিয়েছে, ডিজিটাল ইনফোস্ট্রাকচারের কারনেই অনেক তাড়াতাড়ি ও সহজে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া সহজ হয়েছে।

সরকার ইতিমধ্যে ১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকউন্টে ৫০০ টাকা করে ট্রান্সফার করা হয়েছে ৷ এই খাতে মোট ৯৯৩০ কোটি টাকা খরচ করেছে ৷ পাশাপাশি ণশাপ এর তথ্য অনুযায়ী, ২.৮২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১৪০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷

প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের অ্যাকাউন্টে ১০০০ টাকা ট্রান্সফার করে করেছে সরকার ৷ এছাড়াও দেশের কৃষক দের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এর আওতায় ১৩৮৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকেরা প্রত্যেকে ২০০০ টাকা পেয়েছে। টাকা পেয়েছেন নির্মাণশ্রমিকরাও।

সম্পর্কিত খবর